আলোর দিশা কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ

0
556

ফারুক আহমেদ: কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে শুরু হল রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার।গত মাস থেকে চালু হয়েছে এই স্টাডি সেন্টারটি ।পুরোপুরি সরকারি। দক্ষিণ কলকাতার মোট  তিনটি স্টাডি সেন্টারের মধ্যে এটি অন্যতম। প্রথম মাসেই ছাত্ৰ ছাত্রীদের এখানে ভর্তির জন্য বিপুল উৎসাহ দেখা গেল। বাস্তবে অসহায় ড্রপ আউট পড়ুয়াদের সরাসরি মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পাস করানোই এই স্টাডি সেন্টারের আসল উদ্দেশ্য। 

সরকারকে প্রদেয় নামমাত্র খরচে (এককালীন মাত্র ৮০০-১০০০ টাকা) ১৪ বছর বয়সের উর্দ্ধে ন্যূনতম পঞ্চম শ্রেণি উত্তীর্ন যে কেউ সরাসরি মাধ্যমিক পরীক্ষা  দিতে পারবে এই কেন্দ্র থেকে। বিনামূল্যে দেওয়া হবে সকল পাঠ্যপুস্তক।

স্টাডি সেন্টারের প্রধান শিক্ষক কাজি মাসুম আখতার জানালেন, “প্রবল কর্মব্যস্ততার মাঝেও এই নতুন অভিযান এর  মধ্যে যদি সমাজের জন্য কিছু করা যায়, সেটাই হবে আমাদের সার্থকতা। ছাত্র ছাত্রীরা চোখের জল মুছে শিক্ষার আলো নিতে পারলে এই প্রচেষ্টা সফল হয়ে উঠবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here