মনিরুল হক,কোচবিহারঃ
বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে আলোচনার আবহে ফুটে উঠল এক সম্প্রীতির বার্তা।শুক্রবার বিকেলে কোচবিহার পুলিশ লাইনে ওই বিজয়া সন্মেলনী অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে, অতিরিক্ত জেলা শাসক জ্যোতিরময় তাঁতী সহ বিভিন্ন সরকারি আধিকারিকগণ,এছাড়াও ওই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ,বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, সাংসদ পার্থ প্রতিম রায়,দিনহাটার বিধায়ক উদয়ন গুহ,তুফানগঞ্জের বিধায়ক ফজেল করিম মিঞা,মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, কোচবিহার বিধায়ক মিহির গোস্বামী,কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং,সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
এদিন ওই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে অতিথিদের মাধ্যমে সমস্ত অফিসার,সিভিক ভলেন্টিয়াররা ভালো কাজ কর্মী করেছে তাদের আর উৎসাহ প্রদান করার জন্য তাদের পুরষ্কার দেওয়া হয়।বিজয়া সম্মেলনী শেষে অতিথিরা সকলে একে অপরের সাথে আলিঙ্গনের লিপ্ত হয়।এদিন বিজয়া সম্মেলনীর শেষে পুলিশ সুপার ডাঃ ভোলানাথ পান্ডে বলেন, “কোচবিহার পুলিশ পরিবারের পক্ষ থেকে আমরা আজ বিজয়া সম্মেলনীর আয়োজন করেছে।এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে কোচবিহার জেলার সমস্ত জনপ্রতিনিধিকে আমরা একসাথে কাছে পেয়ে খুব আনন্দিত।আগামীতে যাতে আমরা ভাল ভাবে একসাথে সকলে মিলে থাকতে পারি এই আশা করছি।”
আরও পড়ুনঃ বেলদাতে বি জে পি-র তপশীলি উপজাতি মোর্চার বিজয়া সম্মিলনী অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584