কোচবিহার রাসমেলার সম্প্রীতির নজিরের ভিডিও ভাইরাল

0
94

মনিরুল হক, কোচবিহারঃ

মুসলিম সম্প্রদায় ভুক্ত এক ব্যক্তির রাসচক্র ঘোরানোর দৃশ্য ভাইরাল করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যন্য নজির তুলে ধরল কোচবিহার জেলা পুলিশ। ইতিমধ্যেই জেলা পুলিশের ফেসবুক একাউন্টে পোস্ট করা ওই ভিডিও ভাইরাইল হয়ে গিয়েছে। নেটিজেনদের প্রশংসাও করতে দেখা যাচ্ছে ওই ভিডিওতে।

Harmony video viral at rashmela in cooch behar
নিজস্ব চিত্র

নেটিজেনদের কমেন্টে উঠে এসেছে, কোচবিহারের এই রাসমেলায় সম্প্রীতির নজির নতুন নয়, কোচবিহারের রাজারাই এই নজির স্থাপন করে গিয়েছেন। যে রাস চক্র ঘুড়িয়ে এই মেলার সূচনা হয়। দূরদূরান্ত থেকে মানুষ এসে ওই রাসচক্র ঘুড়িয়ে পূর্ণ অর্জন করতে চান, সেই রাসচক্র বংশ পরম্পরায় তৈরি করে এসেছে এক মুসলিম পরিবার।

বর্তমানে আলতাফ মিয়াঁ সেই চক্র তৈরি করে থাকেন। শুধু তাই নয়, এই রাসচক্রে মহরমের তাজিয়া ও বৌদ্ধ মন্দিরের আদল রয়েছে। ফলে কোচবিহার রাজ পরিবার এই মেলায় সর্ব ধর্মের মেলবন্ধন ঘটিয়েছেন ওই ২০৭ বছর আগে সৃষ্টি লগ্ন থেকে।

পুলিশের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে এক টুপি পরিহিত দাড়িওয়ালা লোক অন্যদের সাথে এসে রাসচক্র ঘুড়িয়ে যাচ্ছেন। যদিও কোচবিহারের অনেক প্রবীন বাসিন্দার কথায়, এমন দৃশ্য নতুন কিছু নয়। বরং আগে আরও অনেক বেশী দেখা যেত। মেলায় ঘুরতে আসা এক প্রবীন নীলাঞ্জন রায় বলেন, “কোচবিহারে বেশ কয়েকজন মুসলিম বন্ধুদের সাথে কলেজে পড়েছি। তখন আমরা সকলে গিয়ে রাসচক্র ঘুড়িয়ে আসতাম। গ্রাম থেকে আশা সাধারণ মুসলিম পরিবারের মানুষকেও দেখেছি রাসচক্র ঘোরাতে। তখন এত আলোচনার কিছু ছিল না। কেন না সেটা স্বাভাবিক মনে করা হত। এখন হয়ত কিছু অস্বাভাবিক লাগছে অনেকের। আসলে পরিস্থিতি আমাদের যখন যেদিকে নিয়ে যায়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here