দূষণ নিয়ন্ত্রণে সিএকিউএম-এর নির্দেশ মেনে কমিটি গঠন হরিয়ানা সরকারের

0
50

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

দূষণ নিয়ন্ত্রণে শুধু দিল্লি নয়, সিএকিউএম-এর নির্দেশ মানতে হবে হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশকেও। প্রত্যেকটি রাজ্য সরকারকে ২২ নভেম্বর-এর মধ্যে জমা দিতে হবে রিপোর্টও।

Air Pollution

একদিকে সুপ্রিম কোর্টের তিরস্কার আর অন্যদিকে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের নির্দেশিকা পাওয়ার পরই হরিয়ানায় গাড়ি ব্য়বহারে জোড়-বিজোড় পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি জানিয়েছেন, দূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকারের তরফে একটি বিশেষ ইঞ্জিনিয়ারস কমিটি তৈরি করা হয়েছে। এছাড়াও গুরুগ্রাম পুরসভাকেও দূষণ নিয়ন্ত্রণে আনতে বিকল্প পদ্ধতি সন্ধান করার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিও আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন খট্টর।

আরও পড়ুনঃ UAPA আইনের কিছু ধারার সাংবিধানিক বৈধতার মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

এছাড়া কমিশনের নির্দেশ অনুযায়ী ,অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ বন্ধ, সরকারি ও বেসরকারি অফিসের ৫০% কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম, ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা সহ একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি ছাড়াও হরিয়ানা , রাজস্থান ও উত্তর প্রদেশ সরকারকেও এই নির্দেশগুলি মানতে হবে বলে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here