নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ
পুরুলিয়া জেলার বরাবাজার, প্রত্যন্ত গ্রামীণ এলাকা। শবর জনজাতি অধ্যুষিত। শবর শিশুদের জন্য ১০ টি স্কুল চালান বরাবাজার থানার পুলিশ কর্মীরা। এই শিশুদের প্রায় সকলেই প্রথম প্রজন্মের পড়ুয়া। তাদের লেখাপড়া থেকে শুরু করে একটু ভালো থাকার যাবতীয় দায়িত্ব থানার পুলিশ কর্মীরাই পালন করেন।
এই ১০ টি শবর স্কুলের একটি হল বাগালবাঁধ গ্রামে। কার্যত এই স্কুলটি থেকেই শবর শিশুদের জন্য স্কুল পরিচালনার শুরু বরাবাজার থানার। একেবারে শহর কলকাতার প্রাণকেন্দ্রে পেশার অনেকটা সময় কাটানোর পর, পুরুলিয়া জেলার বরাবাজার থানায় আইসি-র দায়িত্ব নিয়ে যান শ্রী সৌগত ঘোষ। এলাকার সাধারণ মানুষের সঙ্গে থানার জনসংযোগ বৃদ্ধি করার অন্যান্য আরও পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য ছিল শবর শিশুদের জন্য স্কুল পরিচালনার উদ্যোগ নেওয়া।
স্থানীয় মানুষদের সাথে যোগাযোগ দৃঢ় করার আরেকটি পদক্ষেপ এলাকার আরও কচি কাঁচাদের সঙ্গে মিলে তাদেরই উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজে তাদের পাশে থাকা। এমনই একটি দল ‘হাসির পৃথিবী’ ,
আরও পড়ুনঃ পুরুলিয়ার বরাবাজারে ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার, তদন্তে পুলিশ
সকলেই স্থানীয় ছেলেমেয়ে আর সকলেরই বয়স ২০/২২ এর কোঠায়। বেশ কিছু সামাজিক কাজকর্ম করে থাকে নিজেরা। তাদের দলেরই জন্মদিন ছিল বুধবার। জন্মদিনটা পালন করা হল একটু অন্যরকম ভাবে, বাগালবাঁধ শবর পাড়াতে। থানা পরিচালিত স্কুলের বাচ্চাদের সংগে কেক কাটা হল, বাচ্চাদের খাতা-পেন্সিল, চকলেট দিয়ে এই শিশুদের নিয়ে সংস্থার জন্মদিন পালনে সঙ্গে রইলেন বরাবাজার থানার আইসি শ্রী সৌগত ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584