অবশেষে খুলল হাজারদুয়ারীর দরজা

0
96

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

অবশেষে আজ মঙ্গলবার থেকে খুলে দেওয়া হলো নওমি স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হাজারদুয়ারী প্যালেস মিউজিয়াম সহ অন্যান্য দর্শনীয় স্থান। হাজারদুয়ারি খুলে যাওয়ায় খুশি টুরিস্ট গাইড, স্থানীয় ব্যবসায়ী, হোটেল মালিক সহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন।

Hazardwari Museum
হাজারদুয়ারী মিউজিয়াম। নিজস্ব চিত্র

হাজারদুয়ারির এক ব্যবসায়ী বলেন, প্রচুর টাকা-পয়সা লাগিয়ে মালপত্র কেনা হয়েছিল। কারণ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই তিন মাস লোকজন আসে। এই তিন মাসেই আমরা যা ব্যবসা করি তাতে আমাদের আরও কয়েক মাস চলে যায়। কিন্তু যে তিন মাসে ব্যবসা হবে সেই তিন মাসই বন্ধ, ফলে আমাদের অন্তরে আর হাসি নাই, এখন চিন্তা কি করে চলবে! কারণ এই সময় হাজার পর্যটকদের ভিড় কমতে থাকে। সেই কারণে ব্যবসা-বাণিজ্যের সব মন্দা বাজার।

Hazardwari Palace

মুর্শিদাবাদ পর্যটন কেন্দ্র, করোনার কারণে মুখ থুবড়ে পড়েছিল আর সেইসঙ্গে এখানকার বিভিন্ন মানুষ যারা এই পেশার সঙ্গে জড়িত তারা চরম আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন। আবার কোন দিন হয়তো করোনার কারণে বন্ধ হয়ে যাবে হাজারদুয়ারি সহ পর্যটন কেন্দ্র গুলি বলে আশঙ্কিত অনেকেই।

আরও পড়ুনঃ ‘প্রধানমন্ত্রী ই-বিদ্যা’ প্রকল্পে টিভি চ্যানেল, ডিজিটাল বিশ্ববিদ্যালয়- ঘোষণা বাজেটে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here