নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
গাছ কাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ছড়ানোর বিরুদ্ধে, কড়া ভাষায় নিন্দা করে বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করলো মাদারিহাট-বীরপাড়া ব্লকের বীরপাড়া হাই স্কুুল কর্তৃপক্ষ।স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, গাছ কাটাকে কেন্দ্র করে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদ্যালয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন।
এদিন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পঙ্কজ দাস অভিযোগ করে বলেন, “পরিচালন কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয়ের সীমানায় অবস্থিত বিপদজনক অবস্থায় থাকা কয়েটি গাছ বন দফতরের অনুমতি নিয়ে কাটা হয়েছে। কিন্তু এক কুৎসাকারী ব্যক্তি বিদ্যালয়ের সুনাম নষ্ট করার চেষ্ঠা চালাচ্ছে। যা কিনা বীরপাড়া শহরের নামী শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান হানি হচ্ছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ব্রত ভট্টাচার্য বলেন, “পরিচালন সমিতির সিদ্ধান্ত মোতাবেক এবং বন দফতরের অনুমতি নিয়ে বিপদজনক অবস্থায় থাকা কয়েকটি গাছ স্কুলের স্বার্থে কাটা হয়েছে। কোন রকম দুর্নীতির বিষয় নেই। সম্পূর্ণ ভাবে সরকারি নিয়ম মানা হয়েছে তবু্ও এক ব্যক্তি স্কুলের এবং আমার ব্যক্তিগত সুনাম নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে।”
আরও পড়ুনঃ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত ভারত, কৃতজ্ঞ মোদী
এছাড়া স্কুলের জমি দখল করার উদ্দেশ্যেই স্বার্থান্বেষী ব্যক্তি এমন গুজব ছড়াচ্ছে বলে তিনি মনে করেন। তবে স্কুলের বিরুদ্ধে গুজব ছড়ালেও এলাকার কেউ গুজবে কান দিচ্ছেন না। কারণ প্রধান শিক্ষক সততার প্রতীক বলেই মনে করেন শিক্ষক ছাত্র ও অভিভাবক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584