মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা বিষয়ক বিশেষ বৈঠক সারলেন স্বাস্থ্য আধিকারিকরা

0
61

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাতে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। জানিয়ে ইতিমধ্যেই কপালে ভাঁজ পড়েছে জেলার স্বাস্থ্য দফতর থেকে শুরু করে জেলা প্রশাসনের। ইতিমধ্যেই করোনা পরিস্থিতি মোকাবিলা করতে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে শুরু করে জেলার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।

সেই বিষয়ে শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বৈঠক করেন রাজ্য স্বাস্থ্য ভবনের করোনা ওএসডি ডাঃ গোপাল কৃষ্ণ ঢালী। সাথে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মন্ডল, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারঙ্গী, মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু।

আরও পড়ুনঃ ক্ষমতা ক্ষরণ দিব্যেন্দুর, ক্রমশ কোণঠাসা অধিকারি ভ্রাতৃদ্বয়

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৈঠক করেন রাজ্য স্বাস্থ্য ভবনের করোনা ও এস ডি ডাঃ গোপাল কৃষ্ণ ঢালী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জেলার দ্বিতীয় কোভিড হাসপাতালের উদ্বোধন জিয়াগঞ্জে

গোপাল কৃষ্ণ ঢালী বলেন, করোনা আক্রান্তদের পরিষেবা দেওয়ার জন্য কর্মরত চিকিৎসকদের পাশাপাশি মেডিকেল কলেজের সম্পূর্ণ সাপোর্ট প্রয়োজন রয়েছে। এছাড়াও যেসব আক্রান্ত রোগীদের শরীরে কোন উপসর্গ নেই সেইসব রোগীদের আইসোলেশনে রাখার নির্দেশ দিলেন রাজ্য স্বাস্থ্য ভবনের করোনা ও এস ডি ডাঃ গোপাল কৃষ্ণ ঢালী। তিনি আরও বলেন, যেসব আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা খুব ভালো নয় সেইসব রোগীকে চিহ্নিত করে তাদের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে, উপসর্গবিহীন আক্রান্তদের বাড়িতে থাকার পরামর্শ দিলেন তিনি।

পাশাপাশি এই বিষয় নিয়েও স্পষ্ট করেন যে এই মহামারী ভাইরাস মানুষের কোন ক্ষতি করতে পারবে না সেই নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে প্রশাসনের আধিকারিকদের, মূলত মহামারী ভাইরাস থেকে কিভাবে জেলাবাসীকে রক্ষা করা যায় এবং আরও কি কি পদক্ষেপ নেয়া দরকার সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here