নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ
গত সোমবার সারাদিন ব্যাপী হাওড়ার ডোমজুড়ের রুদ্রপুর রেড ভলেন্টিয়ার্সের উদ্যোগে ওয়াদিপুর মহাকালতলা হাইস্কুলে অনুষ্ঠিত হল স্বাস্থ্য সচেতনতা ও চক্ষু পরীক্ষা শিবির। এছাড়াও কিশোর-কিশোরীদের কোভিডকালীন পরিস্থিতিতে তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে আলোচনা ও কাউন্সিলিংও করা হয় এই শিবিরে।
এদিনের এই মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন ডঃ সঞ্জিত চ্যাটার্জী, ডঃ বাবলু সরদার, ডঃ নিরুপমা বাগ, ডঃ শুভজিত ব্যানার্জী সহ অন্যান্য ডাক্তারবাবু ও সমাজের মাননীয় ব্যক্তিবর্গ। এই কর্মসূচিতে ১৫৪ জনের চক্ষু পরীক্ষা, ১০৭ জনের ই.সি.জি, ২৫০ জনের ব্লাড সুগার এবং ব্লাড গ্রুপিং করা হয়।
আরও পড়ুনঃ বহরমপুরে বিজেপি ও কংগ্রেসের শতাধিক কর্মীর তৃণমূলে যোগদান
কোভিড কালীন পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ থাকায় প্রায় ৫০ জন কিশোর-কিশোরী তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আলোচনা সভায় অংশগ্রহণ করেন ও কাউন্সিলিংও করান। সম্পূর্ণ বিনামূল্যেই এই শিবিরে শারীরিক যাবতীয় খুঁটিনাটি পরীক্ষা করানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584