নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কেশিয়াড়ী প্রচ্ছায়া পত্রিকার ২৫ বছর পূর্তিতে কেশিয়াড়ী কবিতা উৎসবকে সামনে রেখে “প্রচ্ছায়া” পত্রিকা ও কেশিয়াড়ী গ্রামীণ চিকিৎসক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য সচেতনতা শিবির, সংবর্ধনা জ্ঞাপন ও পুরস্কার বিতরণী সভা।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের’ উদ্বোধন করেন ‘পান্ডব গোয়েন্দা’র স্রষ্টা বিশিষ্ট সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। স্বাগত বক্তব্য রাখেন প্রচ্ছায়া পত্রিকার সম্পাদক ব্রজকিশোর পৈড়া।
জীবনকৃতি সম্মান জানানো হয় যষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে। কেশিয়াড়ীর উপর লিখিত শতাধিক বছরের প্রাচীন ইতিহাস গ্রন্থকে সংরক্ষণ এবং পুনরায় পাদপ্রদীপের আলোয় আনার বিশেষ স্বীকৃতি স্বরূপ সংবর্ধিত করা হয় দাঁতন ভট্টর কলেজের ইতিহাসের অধ্যাপক প্রণব বর্মণকে। বিশেষ সম্মাননা জানানো হয় প্রবীণ সাহিত্যিক প্রতাপ চন্দ্র শীটকে।
স্বাস্থ্য সচেতনতা শিবিরে বক্তব্য রাখার পাশাপাশি সংবর্ধিত হন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সমিত মুখার্জী, ডাঃ সৌরভ সেনিপতি, ডাঃ চন্দ্রশেখর মুর্মু, ডাঃ উজ্জ্বল দাস, ডাঃ পরিতোষ মন্ত্রী প্রমুখ। উপস্থিত ছিলেন সাহিত্যিক মলয় দাস, শিক্ষাব্রতী সুভাষ জানা, শিক্ষাব্রতী সুনীল বরণ করণ, শিক্ষক সুব্রত মহাপাত্র, চিত্রশিল্পী ও শিক্ষক নরসিংহ দাস, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ প্রমুখ বিশিষ্ট জনেরা।
এদিন এই উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন শিল্পী নরসিংহ দাস নিজের হাতে আঁকা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি প্রতিকৃতি ষষ্ঠীপদ বাবুর হাতে তুলে দেন। সভায় সভাপতিত্ব করেন খাজরা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুভাষ জানা। গোটা অনুষ্ঠানটি তত্ত্বাবধায়ন করেন প্রচ্ছায়া পত্রিকার সম্পাদক ব্রজকিশোর পৈড়া এবং প্রচ্ছায়া পত্রিকার প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য শিবিরের আহ্বায়ক সাঁতরাপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুনীল বরণ প্রধান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584