পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজায়ন ও নির্মল বাংলা গড়তে সাধারন মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে জেলায় প্রথম পরিবেশ মেলার আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
আজ রায়গঞ্জ শহরের রবীন্দ্রভবনে পরিবেশ মেলার উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন।আজ থেকে শুরু হওয়া জেলা পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রদীপ বিশ্বাস,জেলাপরিষদের কর্মাধক্ষ্য পূর্নেন্দু দে, রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার। পরিবেশ মেলা চলবে আগামী ৩ রা ফেব্রুয়ারী পর্যন্ত।
আরও পড়ুনঃ অবহেলায় ভরতপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা নিম্নগামী ক্ষুব্ধ এলাকাবাসী
সুস্থ্য ও স্বাস্থ্যসম্মতভাবে বেঁচে থাকাটাই এখন মানুষের কাছে বড় চ্যালেঞ্জ। বিভিন্ন সব অদ্ভুত রকমের রোগের প্রকোপের শিকার হচ্ছেন সাধারন মানুষ। আর এসবের জন্য দায়ী সাধারন মানুষ। পরিবেশের ভারসাম্যকে রক্ষা করতে সমাজ ও পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সাধারন মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। জেলায় প্রথম রায়গঞ্জ রবীন্দ্রভবনে শুরু হল পরিবেশ মেলা।
মেলা প্রাঙ্গনে পরিবেশ সচেতনতামূলক কয়েকটি স্টলও করা হয়েছে।পরিবেশ মেলা কমিটির উদ্যোক্তা তথা উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক প্রদীপ কুমার বিশ্বাস জানিয়েছেন, মানবজীবনে খাওয়া পরার পাশাপাশি অন্যতম অংশ পরিবেশ।এই পরিবেশকে স্বাস্থ্য সম্মত রাখতে সাধারন মানুষকে এগিয়ে আসতে হবে।পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য সাধারন মানুষের কাছে আবেদন রাখেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584