বিএসএফ এর উদ্যোগে চৈনাগর গ্রামে চিকিৎসা শিবিরের আয়োজন

0
60

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

health camp at chainagar village 2
নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চৈনাগর গ্রামে বিএসএফ এর ১৬৭ ব্যটেলিয়াল এর উদ্যোগে বৃহস্পতিবার ফ্রী মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়। যেখানে গ্রামবাসীদের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা হয়।এদিন চৌনগর,মালন,বামোর, বিষ্ণুপুর,শিমুল ডাঙ্গা,বিরগ্রাম,সন্তরা,মকর হাট, জালালপুর,ভরতপুর,মুসলিম পাড়া,মাটিয়াডব সহ ২০-২৫ টা গ্রামের মানুষদের নিয়ে এই মেডিক্যাল কাম্পটি আয়োজন করা হয়।এদিন এই ফ্রী মেডিক্যাল ক্যাম্প এ ৬০০-৭০০ জন গ্রামবাসী তাদের নানান সমস্যা নিয়ে এদিন এই ফ্রী মেডিক্যাল ক্যাম্প এ এসেছিলেন।

health camp at chainagar village
নিজস্ব চিত্র

বিএসএফের ১৬৭ নাম্বার ব্যাটেলিয়ানের শ্রী অরুন কুমার জানান বৃহস্পতিবার বিএসএফের ১৬৭ নাম্বার ব্যাটেলিয়ান এর উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম করা হয়।তাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হিসেবে তিনি জানান গ্রাম অঞ্চলের মানুষদের মধ্যে শিক্ষার হার কম থাকে।এই কারণে তারা স্বাস্থ্য সুরক্ষার সুবিধা গুলো তেমন পায় না।

এদিন ৫ জন চিকিৎসকের দ্বারা গ্রামবাসীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।এই চিকিৎসা শিবিরে প্রায় হাজার খানেক গ্রামবাসী আশেপাশের গ্রাম থেকে এখানে এসেছিলেন।

এদিন এখানে উপস্থিত ছিলেন কমানডেন্ড শ্রী মায়ঙ্ক উপাধ্যায়,অরুন কুমার,মহিপাল সিং, নিরাজ মান,রহিত তিওয়ারি,আসিস কুমার, সুবোধ যোশী,দ্যান সিং,প্রেম পাল প্রমুখ।এই দিন এই ফ্রী মেডিক্যাল ক্যাম্প এ আগত গ্রামবাসীরা জানান তারা বিএসএফ এর এই ধরনের উদ্যোগে ভীষণ খুশি,কারন আসে পাশে কোনো চিকিৎসা কেন্দ্র না থাকায় তাদের নানান সমস্যায় পড়তে হয়।তাই আজ বিএসএফ এর এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান ।

আরও পড়ুনঃ শীতের রাতে রাস্তার কুকুরদের নিয়ে পিকনিক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here