সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃ
নিজেদের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি পরিবেশের স্বাস্থ্য রক্ষার বার্তা দিতে স্বাস্থ্য শিবিরে আসা ব্যক্তি ও অতিথিদের হাতে তুলে দেওয়া হলো চারাগাছ।রবিবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও ব্যবস্থাপনায় এবং তলকুই স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় মেদিনীপুরের তলকুই জুনিয়র হাইস্কুলে অনুষ্ঠিত হলো সর্বসাধারণের স্বাস্থ্য পরীক্ষা শিবির।
শিবিরে শিশু ও মহিলা সহ মোট ১২৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।উপস্থিত চিকিৎসক ও অতিথি বর্গের উপস্থিতিতে চারাগাছে জল ঢেলে শিবিরের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর রামানন্দ কলেজের অধ্যক্ষা ড.স্বপ্না ঘোড়ুই, লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খাঁন, কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী,সহ সভাপতি সুজন বেরা,প্রসুন কুমার পড়িয়া,অমিতেশ চৌধুরী,স্নেহাশীষ চৌধুরী প্রমুখ।
শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন গাইনোকলজিস্ট ডাঃ তন্ময় মন্ডল, গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট ডাঃ রামনারায়ণ মাইতি ,
শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ অজয় কুমার শীট,
ডাঃ সঞ্জয় দে,জেনারেল ফিজিশিয়ান ডাঃ বিভূতিভূষণ প্রধান,ফিজিওথেরাপিস্ট
ডাঃ মালিনী ভট্টাচার্য ,ডাঃ শান্তনু সরকার, ডাঃ অন্বেষ প্রধান।
আরও পড়ুনঃ ‘সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যে স্বাস্থ্য দিবস উদযাপন
শিবিরটিকে সাফল্য মন্ডিত করে তুলতে চেষ্টার ত্রুটি রাখেননি কুইজ কেন্দ্রের সুভাষ জানা,সৌনক সাহু,শবরী বসু,সুতপা বসু,রণিতা সাহু,আল্পনা দেবণাথ বোস, প্রিয়াঙ্কা মাইতি, চন্দ্রিমা সামন্ত,শান্তনু ঘোষ, মণিকাঞ্চন রায়,অন্তরা বসু জানা,নরসিংহ দাস,সেলিম মল্লিক, সাগরময় জানা , স্পোর্টিং ক্লাবের রাজু মাজি সহ অন্যান্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584