মনিরুল হক, কোচবিহারঃ
কাজের স্থায়ীকরণের দাবি সহ ৫ দফা দাবিকে সামনে রেখে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের করণচত্বরে অনশন শুরু করল বেশ কিছু স্বাস্থ্য কর্মী। কোচবিহার ডিসট্রিক মাল্টি পারপাস হেলথ ওয়ার্কার্স ইউনিয়ানের কর্মীরা বুধবার থেকে তাঁরা এই অনশন শুরু করেছে। ইতিমধ্যে আন্দোলনরত এক কর্মী অসুস্থ হয়ে যায়।
তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের নিয়ম না মেনে স্বাস্থ্য দফতর তাঁদের অস্থায়ী ভাবে রেখে দিয়েছে। গত ৮ বছর থেকে কোনো রকম বেতন বৃদ্ধি হচ্ছে না তাঁদের। এবারে যতক্ষন পর্যন্ত তাঁদের দাবি না মানা হবে তাঁরা তাঁদের আন্দোলন চালিয়ে যাবে বলে হুশিয়ারি দেয়।
আরও পড়ুনঃ জলদাপাড়া জাতীয় উদ্যানে দুই স্ত্রী গণ্ডারের মৃত্যু, অসুস্থ এক
আন্দোলন কারীদের পক্ষে সাবেদুল মিঞা ও সুব্রত সাহা বলেন, আমরা মাল্টি পারপাস হেলথ ওয়ার্কার্স-এর পুরুষ কর্মীরা এবার অন্তিম লড়াইয়ে সামিল হয়েছি। আমরা দীর্ঘ দিন বঞ্চিত হয়ে আছি।আমাদের বেতন বৃদ্ধি সহ স্থায়ী করণের দাবি না মানা হলে আমরা আমরণ অনশনে সামিল হব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584