বিহার বাংলা সীমান্তে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা

0
40

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

সোমবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বিহার বেঙ্গল সীমান্তে বসানো হল স্বাস্থ্যকর্মী। এদিন মালগছ, ধুমনিরহাট, লাহুগছ ও তোতাগছ বসানো হয় স্বাস্থ্যকর্মীদের। মূলত করোনা ভাইরাস নিয়ে কোন রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।

health chreck up | newsfront.co
নিজস্ব চিত্র

তাই এদিন বিহার বাংলা সীমান্তে বসানো হয়। এরপর ওই চারটি এলাকা পরিদর্শন করে দেখেন বিধাননগর থানার ভারপ্রাপ্ত ওসি মানস দাস। এবং সাধারণ মানুষের সাথেও কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ কোয়ারেন্টাইন সম্পর্কে অযথা আতঙ্ক কাটাতে উদ্যোগী উত্তর দিনাজপুর জেলা প্রশাসন

corona | newsfront.co
নিজস্ব চিত্র

এর পাশাপাশি যাতে অযথা কেউ গুজব না ছড়ায় কেউ সেই সব বিষয় নিয়ে কথা বলেন। এই বিষয়ে হেল্থ সুপারভাইজার রুমানি তির্কি বলেন যে এদিন বাংলা বিহার সীমান্তের চারটি জায়গায় স্বাস্থ্যকর্মী বসানো হয়েছে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে।

Bangla bihar border | newsfront.co
নিজস্ব চিত্র

কারন এই চারটি সীমান্ত দিয়ে বহু সাধারণ মানুষ বিহার থেকে বাংলায় প্রবেশ করছে। তাই যারা বিহার থেকে বাংলায় প্রবেশ করবে তাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে। এবং করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতাও করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here