শ্যামল রায়,নবদ্বীপঃ

সোমবার নবদ্বীপের স্বেচ্ছাসেবী সংগঠন শ্রী নাম নামি চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে পশু পক্ষীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় নবদ্বীপ থানার অন্তর্গত বল্লাল দিঘি কুন্ডু পাড়ায়।
সংগঠনের সম্পাদিকা ইন্দ্রাণী দাস জানিয়েছেন যে মায়াপুর বামুনপুকুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতা নিয়ে এলাকার পশু পক্ষীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিভাস বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা।
আরও পড়ুনঃ পূর্বস্থলীতে সহযোদ্ধার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

ইন্দ্রাণী দাস জানিয়েছেন যে পশু পক্ষীদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে একশোটি গরুর এবং চার শতাধিক ছাগল এবং বিড়াল, খরগোশ, পাখি, মুরগি, হাঁস প্রভৃতি পশু পাখিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং টিকা করন করা হয়।
এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন সারা বছর ধরে নানান ধরনের সামাজিক কাজকর্ম করে থাকে বলে জানিয়েছেন ইন্দ্রাণী দাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584