আট করোনা জয়ীকে নিয়োগ স্বাস্থ্য দফতরের

0
33

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

আট করোনা জয়ীকে নিয়োগ করলো স্বাস্থ্য দফতর।অ্যাকটিভ রোগীদের মানসিক শক্তিবৃদ্ধি করতে এবার করোনা জয়ীদের কাজে লাগাবে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর। এই কাজে প্রতি মাসে করোনা জয়ীরা মাসিক সান্মানিকও পাবেন। সাধারণ স্বাস্থ্য কর্মীদের মতো রোস্টার মেনে করোনা জয়ীরা ডিউটিও করবেন।

hospital | newsfront.co
ফাইল চিত্র

কোভিড হাসপাতাল থেকে সেফ হাউস, কোয়ারেন্টাইন সেন্টারে ডিউটি করবে তারা।পাশাপাশি কনটেনমেন্ট জোন গুলিতে গিয়েও সাধারণ মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতার কাজ করবে করোনা জয়ীরা। এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরের ডেপুটি সিএমওএইচ–২ সুবর্ন গোস্বামী বলেন,”অ্যাকটিভ করোনা রোগীদের সচেতন করতে আমরা করোনা জয়ীদের কাজে লাগাচ্ছি।

এই কাজে তারা প্রতিমাসে ১৫ হাজার টাকা করে সান্মানিক পাবেন। মোট আট জন বৃহস্পতিবার থেকেই এই কাজ শুরু করেছে। তাদের আপাতত দু’মাস চুক্তিতে নিয়োগ করা হল।”

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে দায়িত্ব বৃদ্ধি সুব্রত সৌমিকের, সভাপতি আবু তাহের খান

আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানাগিয়েছে, জেলায় এখনও পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠেছেন তাদের নিয়ে কোভিড ওয়ারিয়র্স ক্লাব গঠন করেছে স্বাস্থ্য দফতর। জেলার প্রতিটি ব্লকেই এই কোভিড ওয়ারিয়র্স ক্লাব গঠন করা হয়েছে।

এই ক্লাবের সদস্যদের কাজ হচ্ছে বর্তমানে যারা আক্রান্ত আছেন তাদের মনোবল বৃদ্ধি করা। প্রয়োজনে ক্লাবের সদস্যরা তপসিখাতা কোভিড হাসপাতালে গিয়ে শারীরিক দূরত্ব মেনে আক্রান্তদের সঙ্গে তারা কথাও বলবেন বলে স্বাস্থ্য দফতর ঠিক করে।

আরও পড়ুনঃ তবলিঘি জমায়েতে যোগ দেওয়া ৫৩ জন বিদেশী নাগরিক দেশে ফিরলেন

হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কী কী পালনীয়,কী ভাবেই বা করোনা মোকাবিলা সম্ভব সে বিষয়েও করোনা জয়ীরা অ্যাকটিভ রোগীদের পরামর্শ দেবে। এছাড়াও জেলার যেখানে কনটেনমেন্ট জোন আছে ওই এলাকায় গিয়েও সাধারণ মানুষকে সচেতনতার কাজ চালাবে কোভিড ওয়ারিয়র্স ক্লাবের সদস্যরা বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানাগিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here