পাঁচ মাস থেকে ভাতা নেই, কর্মবিরতির পথে স্বাস্থ্য কর্মীদের একাংশ

0
28

মনিরুল হক, কোচবিহারঃ

দীর্ঘ পাঁচ মাস থেকে সম্মান দক্ষিণা পাচ্ছেন না কোচবিহার ১ নং ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রের ভ্যাকসিন ক্যারিয়ার কর্মীরা। ভাতা না পেয়ে অসহায় ওই কর্মীরা। এই অবস্থায় নিয়মিত বেতন দেবার দাবিতে আন্দোলনে নামে কোচবিহার জেলা লিঙ্কম্যান ভ্যাকসিন ক্যারিয়ার এন্ড ধাইমাসি জনস্বাস্থ্য হেলথ্ ওয়ার্কার্স অ্যাসোসিয়াশান। অবিলম্বে বকেয়া টাকা মিটিয়ে দেবার দাবি নিয়ে বুধবার কর্মবিরতির ডাক দেয়। স্বাস্থ্যকর্মীদের একাংশের প্রতীকী এই কর্মবিরতি চলে দুই ঘন্টার মতো।

আন্দোলন। নিজস্ব চিত্র

আন্দোলনরত স্বাস্থ্য কর্মীদের দাবি, অবিলম্বে এই বেতন সমস্যা না মিটলে লাগাতার কর্মবিরতিতে যাবে তারা। একইসাথে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও জানিয়েছেন ওই সংগঠনের কর্মীরা। এই দিন কোচবিহার ১ নং ব্লকের হরিণচওড়া উপস্বাস্থ্য কেন্দ্রের ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ ডিবিপিএইচসি-র উদ্দ্যেশে একটি স্মারক পত্রও দেয়।

সংগঠনের সম্পাদক সমীর গুহ আমিন বলেন, দীর্ঘ দিন থেকে আমরা বঞ্চনার শিকার। আমরা চাই অবিলম্বে বকেয়া ভাতা মেটানো হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here