মনিরুল হক, কোচবিহারঃ
১০ দফা দাবির ভিত্তিতে পথে নামল স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া। মঙ্গলবারে কোচবিহারের জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান ওই সংগঠনের সদস্যরা। এদিন তারা জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি পাঠান।
জানা গেছে, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা অত্যন্ত সমস্যার মধ্যে আছে। কর্মীদের কেন্দ্র চালানো সহ সরকারি বিভিন্ন কাজকর্ম করতে হয়। সেই তুলনায় সাম্মানিক সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যায় না। ওয়ার্কারদের সাম্মানিক মাসে ২১ হাজার টাকা করা সহ ১০ দফা দাবি জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি পাঠানো হয়।
এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন, ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা আন্দোলনে অংশ নিয়েছেন বলে জানা গিয়েছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, “সমস্ত কর্মীদের অবসরের সময়সীমা ৬৫ বছর করতে হবে, সকলের বেতন বৃদ্ধি করতে হবে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ন্যূনতম বেতন ২১ হাজার টাকা করা সহ ১০ দফা নিয়ে জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি পাঠানো হল।
আরও পড়ুনঃ মেদিনীপুরে শিশু বান্ধব সংসদ তৈরির উদ্দেশ্যে প্রচার অভিযান কর্মসূচি
আমাদের এই ১০ দফা দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। প্রয়োজনে আমরা স্বাস্থ্য ভবন ঘেরাও করব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584