মুর্শিদাবাদে ইমামদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক কর্মশালার আয়োজন

0
73

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা ইমামদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়।

health workshop
নিজস্ব চিত্র

মূলত মুর্শিদাবাদ জেলাতে সমস্ত মায়েদের হসপিটালে প্রসব করানোর বিষয় নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।এই জেলাতে প্রায় ৬২০০ ইমাম রয়েছে।মঙ্গলবার বহরমপুর রবীন্দ্র সদনে এ জেলায় প্রায় ৫০০ জন ইমাম এ কর্মশালায় উপস্থিত ছিলেন।

health workshop20181211_200217
নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলাতে আটটি ব্লকে ৭৪ শতাংশ হসপিটালে ডেলিভারি হয়। জেলাতে প্রায় ৫% ডেলিভারি ঘাটতি রয়েছে ১০০% সফল করার উদ্দেশ্যে এই কর্মশালা।

health workshop20181211_200125
জেলা শাসক। নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন জেলা শাসক ডক্টর পি উল্গানাথন ও অতিরিক্ত জেলা শাসক(lr) অংশুর গুপ্তা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল সুপার দেবদাস সাহা এবং জেলা ইমাম সংগঠনে সভাপতি সম্পাদকসহ সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাফল্য বাড়তি অক্সিজেন যোগাচ্ছে রাজ্যের কংগ্রেসকে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here