মীর রাকেশ রৌশান
বৈচিত্র্যময় পৃথিবীতে শিল্পের অনেক মাধ্যম আছে, যা বোঝার জন্য ভাষা জানার প্রয়োজন পড়েনা।শিল্প কলা তার মধ্যে অন্যতম একটি মাধ্যম।পৃথিবীর যে কোন প্রান্তের মানুষ ছবি বা মূর্তি দেখে বুঝতে পারে কি, কেন, কিসের জন্য! এই মাধ্যম দিয়ে শিল্পীরা তাঁদের আবেগ, ভালোবাসা, বিরহ, প্রতিবাদ সব কিছু বুঝিয়ে দেয়। স্বাধীন দর্শক তা দেখে তাদের ভালোলাগা মন্দলাগা বুঝিয়ে দেয়।লিখতে গিয়ে একটা কথা বলে দেওয়া ভালো, আমি কোন আর্টক্রিটিক নই। এমন কি শিল্পের ‘শ’ টাও আমার মধ্যে নেই। তবুও একটি ছবি আমার মনের মণিকোঠায় দাগ কেটেছে। আমার মত একজন বিদেশিনীও এই ছবিটির প্রেমে পড়েন। মুম্বাই-এর জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে ছবিটির সামনে ঘন্টার পর ঘন্টা বসেছিলেন পঁচাত্তর বয়সী এক ভদ্রমহিলা (সঙ্গের ছবিতে)।
এতক্ষণ যে ছবিটির কথা বলছিলাম তার নাম ‘dont be scared may child’, শিল্পী প্রদোষ পালের আঁকা। ৯০”x ৭২” ইঞ্চি ফ্রেমের ক্যানভাসে আঁকা।মাধ্যম অ্যাক্রেলিক কালার। শিল্পী প্রদোষ পাল এই ছবিটি এঁকেছিলেন মুম্বাই ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার পর। ঐ ঘটিনার প্রতিবাদে ২০০৯ সালের গোড়ায় কলকাতার ৯টি গ্যালারি একযোগে ‘আর্ট এগেনস্ট টেরর’ শিরোনামে একটি বিরাট বড় প্রদর্শনীর আয়োজন করে।
পশ্চিমবঙ্গের নামিদামি অনেক চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। ডাক পেয়ে ছিলেন শিল্পী প্রদোষ পালও। আর তখনই তিনি এঁকেছিলেন ‘don’t be scared may child’। ছবিতে লক্ষ্য করলে দেখা যাবে এক বিশাল প্রান্তরে শিশুদের ফেলে যাওয়া অসংখ্য জুতো। ফাঁকা এক প্রান্তরে একা একটি ছেলে আর্তনাদ করে কাঁদছে।দূর আকাশের শুভ্র সফেদ মেঘের আড়ালে ম্যাডোনা (রাফায়েলের আঁকা ছবি)। ম্যাডোনা কোলের বাচ্চাটিকে যেন বলছে-” ভয় পেয়োনা বাছা, এইতো আমি আছি। এই সব কিছুর মাঝেও ম্যাডোনার চোখে এক অদ্ভুত সৌন্দর্যের দ্যুতি। যা, যে কোন অশুভ শক্তিকে মুহূর্তে ম্লান করে দিতে পারে।
ছবিতে অসংখ্য জুতো পড়ে থাকা দেখলেই মনে হবে ম্যাসাকার। ম্যাসাকার নিয়ে সমাজ সভ্যতায় দাগ কেটেছে অনেক শিল্পীর শিল্পকর্ম। আর সেই শিল্পীদের শিল্পকর্ম আজও পৃথিবীতে ইতিহাস হয়ে আছে। যার মধ্যে অন্যতম, স্যার পিটার পল রুবেন্স এর ‘ম্যাসাকার অফ দা ইনোসেন্টস’, ফ্রান্সিস গোয়্যার ‘দা থার্ড অফ মে ১৮০৮’, পাবলো পিকাসোর ‘ম্যাসাকার ইন কোরিয়া’ প্রভৃতি।
প্রদোষ পালের ‘ don’t be scared may child’ ছবিটিতে এক অসাধারণ সংমিশ্রন লক্ষ্য করা যায়। যা একদিকে ম্যাসাকারের মধ্যে বাচ্চা ছেলেটির কাতর আর্তনাদ, অপর দিকে এই অশুভ শক্তিকে পরাজিত করার জন্য এক নারী শক্তি অভয় বানী। এ যেন ঠিক রবার্ট ব্রুসের গল্পের মত, যতই অশুভ শক্তি আঘাত করুক না কেন শুভ শক্তিরই একদিন জয় হয়। যার জন্যই আমরা সেই লড়াই করার আগে গান গাই ” আমরা করব জয় এক দিন নিশ্চয়”।
কৃতজ্ঞতা : শিল্পী প্রদোষ পাল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584