সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
নজরুল বৈদ্য নামে এলাকার কুখ্যাত দুষ্কৃতি বাম জামানা থেকেই লালপুর,কৃষ্ণচন্দ্রপুর,মথুরাপুর এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে তোলা তুলত।
রমজান মোল্লা লালপুরের হাডওয়ার্ডের ব্যবসায়ী যার কাছ থেকে নজরুল তিন লক্ষ টাকা চায়।রমজান সেই টাকা দিতে অস্বীকার করে।পূর্বেও নজরুল রমজানের ভাই নজরুল,কুতুবের এর উপর গুলি চালায় নজরুল।মহিলাদের মারধোর করে।
গতকাল ভর সন্ধ্যায় অটোতে করে নজরুল এবং বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে অটোতে করে এসে রমজানের উপর আক্রমণ চালায়।
নজরুলের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রমজানের বাড়ি।আর বাড়ি থেকে কাছেই ডায়মন্ড হারবারের রায়দিঘী রাস্তার পাশে রমজানের দোকান।এখানে গুলি চালনার ঘটনা ঘটে।
গতকাল সন্ধ্যার এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকেই থমথমে এলাকা।মোতায়েন রয়েছে পুলিশ।
অভিযুক্তকে গ্রেফতারের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দা থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্য সকলেই।অভিযোগ উঠেছে পুলিশি নিষ্কৃয়তার।
যদিও নজরুলের পরিবার এই ঘটনায় তার যোগ থাকার কথা অস্বীকার করেছে।নজরুলের মা জানায় যে,আমার ছেলে তিন বছর ধরে বাড়ি ছাড়া এই ঘটনায় সে যুক্ত ছিল না।
অপরদিকে এই গুলি চালনার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মথুরাপুর থানার পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুনঃ গুলি করে পালাতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু দুই দুষ্কৃতীর
ধৃতের পরিবারের পক্ষ থেকে থানায় বিক্ষোভ
দেখানো হয়।ধৃতরা এই ঘটনার সাথে যুক্ত নয় বলেই পরিবারের দাবি।
সব মিলিয়ে এই গুলি চালনার ঘটনায় উত্তপ্ত এলাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584