লালপুরে গুলি চালনার ঘটনায় উত্তপ্ত এলাকা,ধৃত ৭

0
101

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

  Heated lalpur for bullet shots
নিজস্ব চিত্র

নজরুল বৈদ্য নামে এলাকার কুখ্যাত দুষ্কৃতি বাম জামানা থেকেই লালপুর,কৃষ্ণচন্দ্রপুর,মথুরাপুর এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে তোলা তুলত।

  Heated lalpur for bullet shots
অভিযুক্ত নজরুল বৈদ্য।ফাইল চিত্র
  Heated lalpur for bullet shots
অভিযুক্ত নজরুল বৈদ্যর মা।নিজস্ব চিত্র

রমজান মোল্লা লালপুরের হাডওয়ার্ডের ব্যবসায়ী যার কাছ থেকে নজরুল তিন লক্ষ টাকা চায়।রমজান সেই টাকা দিতে অস্বীকার করে।পূর্বেও নজরুল রমজানের ভাই নজরুল,কুতুবের এর উপর গুলি চালায় নজরুল।মহিলাদের মারধোর করে।

গতকাল ভর সন্ধ্যায় অটোতে করে নজরুল এবং বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে অটোতে করে এসে রমজানের উপর আক্রমণ চালায়।

নজরুলের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রমজানের বাড়ি।আর বাড়ি থেকে কাছেই ডায়মন্ড হারবারের রায়দিঘী রাস্তার পাশে রমজানের দোকান।এখানে গুলি চালনার ঘটনা ঘটে।

গতকাল সন্ধ্যার এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকেই থমথমে এলাকা।মোতায়েন রয়েছে পুলিশ।

  Heated lalpur for bullet shots
ধৃত।নিজস্ব চিত্র
  Heated lalpur for bullet shots
ধৃত।নিজস্ব চিত্র

অভিযুক্তকে গ্রেফতারের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দা থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্য সকলেই।অভিযোগ উঠেছে পুলিশি নিষ্কৃয়তার।

  Heated lalpur for bullet shots
তৌফিক হাসান খান,স্থানীয় পঞ্চায়েত সদস্য।নিজস্ব চিত্র

যদিও নজরুলের পরিবার এই ঘটনায় তার যোগ থাকার কথা অস্বীকার করেছে।নজরুলের মা জানায় যে,আমার ছেলে তিন বছর ধরে বাড়ি ছাড়া এই ঘটনায় সে যুক্ত ছিল না।

  Heated lalpur for bullet shots
নিজাম মোল্লা,আক্রান্তর ভাই।নিজস্ব চিত্র

অপরদিকে এই গুলি চালনার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মথুরাপুর থানার পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ গুলি করে পালাতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু দুই দুষ্কৃতীর

ধৃতের পরিবারের পক্ষ থেকে থানায় বিক্ষোভ

  Heated lalpur for bullet shots
ধৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় বিক্ষোভ।নিজস্ব চিত্র

দেখানো হয়।ধৃতরা এই ঘটনার সাথে যুক্ত নয় বলেই পরিবারের দাবি।

সব মিলিয়ে এই গুলি চালনার ঘটনায় উত্তপ্ত এলাকা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here