ব্যাপক বোমাবাজিতে উত্তপ্ত চিলকিরহাট,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
103

নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ

heavy bomb blast in chilkirhat
নিজস্ব চিত্র

ব্যাপক বোমাবাজির জেরে আতঙ্ক চড়ালো কোচবিহার ১ নম্বর ব্লক এলাকার চিলকিরহাট এলাকায়।গতকাল রাতে ওই বোমাবাজি হয়। বিজেপির অভিযোগ,বহিরাগতদের এনে তৃণমূল কংগ্রেস মোটর সাইকেল বাহিনী গতকাল রাত ৮ টা নাগাদ বোমাবাজি করে। মূলত চিলকিরহাট বাজার, মোরঙ্গাবাড়ি এলাকায় ১০ থেকে ১২ টি বোমা ফাটানো হয়। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশও সেখানে ছুটে যায়।

বিজেপির কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকের দায়িত্বে থাকা শুভাশিস চৌধুরী জানিয়েছেন, চিলকিরহাট গ্রাম পঞ্চায়েতের বেশীর ভাগ প্রতিনিধি বিজেপিতে যোগ দিয়েছেন, সেখানকার একটি ভ্যান-রিক্সা ইউনিয়নের সকলেই যুক্ত হয়েছেন বিজেপিতে। শুভাশিস বাবু বলেন, “ওই এলাকায় এখন আর কেউ তৃণমূলের সাথে নেই।তাই তাঁরা সংলগ্ন শুকটাবাড়ি এলাকা থেকে লোক এনে মোটর সাইকেল নিয়ে দাপিয়ে বেরিয়ে একের পর এক বোমা ফাটায়। আতঙ্ক তৈরি করার জন্য ওই ঘটনা ঘটানো হয়েছে। আমরা রাজনৈতিক ভাবেই এর জবাব দেব।”

আরও পড়ুনঃ তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি,আটক ২

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কোচবিহার ১ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি খোকন মিয়াঁ বলেন, “বিজেপি ওই এলাকায় সন্ত্রাস করে চলছে। মানুষকে বোমাবাজি করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে তাঁদের দলে যোগদান করাতে বাধ্য করছে। এখন তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here