অবিরাম বর্ষণে বিপর্যস্ত আলিপুরদুয়ার জেলার জনজীবন

0
51

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার জেলার জনজীবন। লাগাতার বৃষ্টির ফলে জেলার বিভিন্ন নদীতে জল বেড়েছে। জানা গিয়েছে, রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ফালাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন এলাকায় জল জমে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

Heavy rain | newsfront.co
নিজস্ব চিত্র

এদিকে, গতকাল রাত থেকে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় চলছে অনবরত বৃষ্টি। মঙ্গলবারও সকাল থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। আর এই বৃষ্টির ফলে ডুয়ার্সে কালচিনি , হাসিমারা, দলসিংপাড়া, মাদারিহাট, ফালাকাটা সহ বিভিন্ন এলাকায় বাজার ঘাট, রাস্তা প্রায় জনমানব শূন‍্য।

Resident | newsfront.co
সুভাষ রায়, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিশ্বকর্মা রূপে বিষ্ণু, ফসল কাটার অভিনব মেশিন তৈরিতে সাফল্য যুবকের

এদিকে ফালাকাটা ব্লকের বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় নদীর পার্শ্ববর্তী এলাকা গুলোতে জল ঢুকতে শুরু করেছে। বিক্রেতারা বাজারে দোকান খুলে বসে আছে ক্রেতার দেখা নেই। এলাকার বাজারঘাটের চিত্রটা যেন পালটে গিয়েছে। আজ জনমানব নেই বললেই চলে মানুষ ঘরথেকে বেরোচ্ছে না। যাদের খুব প্রয়োজন তারা শুধু বেরোচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here