নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ।লাগাতার বর্ষনে বিপর্যস্ত আলিপুরদুয়ার জেলাও।লাগাতার বর্ষনে বিপর্যস্ত আলিপুরদুয়ার জেলার জনজীবন।টানা বৃষ্টির ফলে জেলার বিভিন্ন নদীতে জল বেড়েছে।

জানা গিয়েছে,বৃষ্টির জল আলিপুরদুয়ারের বারোবিশা চৌপথির দুই ধারে জমে যাওয়ায় সমস্যায় পড়েছেন ওই পথে যাতায়াতকারিরা। এছাড়া বৃষ্টির জল আলিপুরদুয়ার পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জমতে শুরু করেছে।শহর লাগোয়া কালজানি,ডিমা ও নোনাই নদীতে জল বেশি হওয়ায় বৃষ্টির জমাট বাধা জল নদীতে পড়তে পারছে না।পরিস্থিতির দিকে নজর রাখছে পুর প্রশাসন।
আরও পড়ুনঃ রাস্তার মাঝে বৃষ্টিতে জলকেলি হাতির, দাঁড়িয়ে রইল বাস

এদিকে,গতকাল সন্ধ্যা থেকে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় চলছে অনবরত বৃষ্টি আজও সকাল থেকে ডুয়ার্সে বিভিন্ন জায়গায় বৃষ্টি।আর এই বৃষ্টি ফলে ডুয়ার্সে কালচিনি , হাসিমারা, দলসিংপাড়া, মাদারিহাট, ফালাকাটা সহ বিভিন্ন এলাকায় বাজার ঘাট রাস্তায় প্রায় জনমানবশূন্য।

বিক্রেতা বাজারে দোকান খুলে বসে আছে ক্রেতার দেখা নেই।এলাকার বাজার ঘাটের চিত্রটা যেন পালটে গিয়েছে অন্যদিন যখন সকাল দশটার দিকে যেখানে লোকারণ্য হয়ে থাকে সেই সব এলাকায় আজ জনমানব নেই বললেই চলে মানুষ ঘরথেকে বেরোচ্ছে না। যাদের খুব প্রয়োজন তারা শুধু বেরোচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584