নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সোমবার সন্ধ্যে থেকেই রাজ্যের বেশ কয়েকটি জায়গায় রীতিমতো দাপট দেখাতে থাকে কালবৈশাখী। এমনকি মঙ্গলবার সকাল থেকেও রাজ্যের বেশ কয়েকটি জেলা সহ রায়গঞ্জের আকাশও কালো মেঘে মুখ ঢাকতে শুরু করে। এরপর ধীরে ধীরে কালো চাদরে ঢেকে যায় রায়গঞ্জের বিস্তৃর্ণ এলাকা। আর ঠিক কয়েক মিনিটের মধ্যেই দমকা হাওয়ার সাথে শুরু হয় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি।
এদিন প্রায় ঘন্টা দেড়েক ধরে চলে এই বৃষ্টি। এর পাশাপাশি আজ থেকে উত্তরবঙ্গেও ভারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এমনকি রাজ্য জুড়ে চলা এই ঝড় বৃষ্টি, আগামী শুক্রবার পর্যন্ত চলবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। তবে এদিনের ঝড় বৃষ্টির প্রভাবে এক ধাক্কায় রায়গঞ্জের তাপমাত্রা নামল ৭ ডিগ্রি সেলসিয়াসে।
জানা যায়, নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়খন্ড, ছত্রিশগড়ের ওপর দিয়ে রয়েছে। আর তার ফলেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। মঙ্গল, বুধ ও বৃহস্পতি এই তিন দিন ঝড়ের গতিবেগ যেমন বাড়বে, তেমনি দু’এক জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিও হবে। এর পাশাপাশি ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে বলেও জানা যায়।
আরও পড়ুনঃ বন্ধ বাসের চাকা, সমস্যায় জেলার বাস শ্রমিকরা
তবে মঙ্গলবার ঝড়ের গতিবেগ কোথাও কোথাও ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও এদিনের ঝড়ে এখন পর্যন্ত তেমন কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সব মিলিয়ে বলা যেতেই পারে বৈশাখের তীব্র দাবদহের হাত থেকে জেলাবাসীকে একটু স্বস্তি দিল কালবৈশাখী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584