নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
হাওয়া অফিসের নির্দেশ অনুসারে রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় “আমফান”। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে সমুদ্র সৈকত দীঘা এলাকা জুড়ে বাড়তি সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। এলাকাবাসীকে সুরক্ষিত রাখতে প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে মাইকিং।
যে সমস্ত পর্যটক এখনো দীঘায় আটকে পড়েছেন লকডাউনের কারণে, সেই সব মানুষদের সুরক্ষিত রাখতে বাড়ি থেকে বাইরে বেরোনোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মাইকিংয়ের মাধ্যমে। জানা গেছে, রাজ্যের একাধিক জেলায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।
আরও পড়ুনঃ মালদহে আরো ৮ জন করোনায় আক্রান্ত
জেলা প্রশাসনের তরফ থেকে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে আগামী ৩ দিন যেন তারা সমুদ্রে না নামেন।এছাড়াও এই ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারি চলছে গোটা সমুদ্র সৈকত দীঘা এলাকাজুড়ে। পরিস্থিতি মোকাবিলায় বাড়তি সতর্কতায় নিতে প্রস্তুত জেলা প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584