টিকার দুটি ডোজ নেওয়া থাকলে, মাস্ক পরলে অঞ্জলি থেকে সিঁদুরখেলাতে সায় হাইকোর্টের

0
91

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

দুর্গাপুজো নিয়ে নয়া নির্দেশিকা কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার নয়া নির্দেশিকায় আদালত জানিয়েছে, বড় মণ্ডপে সর্বাধিক ৪৫ জন দর্শনার্থী ঢুকতে পারবেন। ছোট মণ্ডপে একসঙ্গে ১০ থেকে ১৫ জন ঢুকতে পারবেন। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার দুর্গাপুজো নিয়ে শুনানি ছিল এদিন। এরপরেই নয়া নির্দেশিকা জারি করল আদালত।

Sidur Khela

এদিন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দু’টি টিকা নেওয়া থাকলে অঞ্জলি দেওয়া যাবে এবং সিঁদুর খেলাতেও অংশ নিতে পারবেন দর্শনার্থীরা। পাশাপাশি, মুখে মাস্ক থাকলেও সিঁদুর খেলা এবং অঞ্জলি দেওয়া যাবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বলা হয়েছে, দু’টি টিকা গ্রহণ সম্পন্ন হয়ে থাকলে এবং মাস্ক পরা থাকলে পুজোর যে কোনও কাজেও অংশগ্রহণ করা যাবে।

আরও পড়ুনঃ বিধায়ক হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নজিরবিহীনভাবে পাঠ করালেন রাজ্যপাল

আগের শুনানিতে রাজ্য জানিয়েছিল, করোনা পরিস্থিতির কারণে যদি আদালত দর্শকদের মণ্ডপে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে, তবে সরকারের কোনও আপত্তি থাকবে না। আদালত মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেনি তবে, মণ্ডপের ভিতরের স্থান অনুযায়ী দর্শনার্থীর সংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেছে হাইকোর্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here