উচ্চ প্রাথমিক নিয়োগে অস্বচ্ছতা সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি হবে একদিনেই

0
70

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ের তালিকা সংক্রান্ত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীদের একাংশ। সেই মামলারই শুনানি ছিল মঙ্গলবার। বিচারপতিরা জানিয়েছেন, ২০ জুলাই অর্থাৎ আগামী মঙ্গলবার সেই মামলার শুনানি হবে। শুধু সেই মামলারই নয় আজ পর্যন্ত উচ্চ প্রাথমিক নিয়োগে অস্বচ্ছতা সংক্রান্ত যে অভিযোগ দায়ের হয়েছে আদালতে। প্রত্যেকটি মামলার একযোগে শুনানি করতে চায় কলকাতা হাইকোর্ট।

Kolkata highcourt
কলকাতা হাইকোর্ট। নিজস্ব চিত্র

আগামী ২০ জুলাই সকাল ১১টায় সেই শুনানি হবে। মঙ্গলবার এমনটাই জানাল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এদিন নিয়োগ সংক্রান্ত সব অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন বিচারপতিরা।

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মামলা করেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। গত ৩০ জুন ছিল সেই মামলার শুনানি হয়। ওই দিন স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, বিষয়ভিত্তিক নম্বর উল্লেখ করে পূর্ণাঙ্গ ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে। সেই মতো গত ৮ জুলাই পূর্ণাঙ্গ ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকার প্রতিলিপি আদালতেও জমা দেওয়া হয়। ৯ জুলাই সে তালিকায় আদালত যে খুশি হয়েছে তা জানিয়েছিল বিচারপতি অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।

আরও পড়ুনঃ চলতি মাসেই শুরু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর মহড়া

বিচারপতি অরিন্দম গঙ্গোপাধ্যায় জানান, ৫ বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। এ বার এই তালিকা মেনে দ্রুত নিয়োগ করুক কমিশন। তবে সিঙ্গল বেঞ্চের নির্দেশে এটাও স্পষ্ট জানানো হয়, তালিকায় অসন্তুষ্ট হলে চাকরি প্রার্থী কমিশনে অভিযোগ জানাতে পারবেন। স্কুল সার্ভিস কমিশন আলাদা করে তাদের কথা শুনবে ও বিচার করবে। ১২ সপ্তাহের মধ্যে পরীক্ষার্থীকে জবাব দিতে হবে বলেও জানান বিচারপতি।

আরও পড়ুনঃ নিট-ইউজি ২০২১-র পরীক্ষা ১২ সেপ্টেম্বর, আগামীকাল থেকে অনলাইনে আবেদন

কিন্তু এখানেই আপত্তি তোলেন পরীক্ষার্থীরা। তাই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য নতুন ই-মেল আইডি তৈরি করে কমিশন। উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনও অভিযোগ থাকলে সেখানে অভিযোগ জানানোর কথা বলা হয়। তবে সেখানে না গিয়ে গত ১২ জুলাই সিঙ্গল বেঞ্চের রায়কে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন তাঁরা। সেই মামলারই শুনানি ছিল মঙ্গলবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here