নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় বসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রুম্পা পাত্র নামে এক স্কুল ছাত্রী। জানা যায় রুম্পা পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাটা লাবণ্যপ্রভা স্কুলের ছাত্রী ছিলেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া সময় গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে তাকে স্থানীয় হলদিয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে আসুস্থ ছাত্রীকে ইনডোরে স্যালাইন দেওয়া হয়। একটু সুস্থ হওয়ার পর ছাত্রীটি ইনডোরেই বেডের উপরে বসে পরীক্ষা দিতে থাকে।
আরও পড়ুনঃ প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ডোমকলের রবিউল
জানা গেছে, হলদিয়ার সুতাহাটা লাবণ্যপ্রভা স্কুলের ছাত্রী। পরীক্ষার সিট পড়েছিল সামনে পরানচক হাই স্কুলে। ছাত্রীটি পরীক্ষা দিতে দিতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
প্রথম দিন আর্টস বিভাগের বাংলা পরীক্ষা দিচ্ছিল। ছাত্রীটি কঠোর নিরাপত্তার সঙ্গে হলদিয়া মহকুমা হাসপাতালে বিছানার উপরে বসেই পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে রুম্পা পাত্র জানায়, “যে তার শরীর হঠাৎ অসুস্থ বোধ করে এবং জ্ঞান হারিয়ে পড়ে। তারপর যখন তার জ্ঞান আছে সে হাসপাতালের বিছানায় রয়েছে বলে জানান অসুস্থ ছাত্রী”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584