ইমোশনাল হিমেশ

0
122

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘ইন্ডিয়ান আইডল-১২’তে আজ হিমেশ রেশমিয়া বিশেষ পর্ব। প্রতিযোগীরা তাঁর গানের ডালি উপহার দেবেন তাঁকেই। স্বনামধন্য গায়কের জন্য আছে আরেক বিশেষ চমক। সঙ্গীতময় সন্ধ্যাকে আরও রঙিন করে তুলতে তাঁর স্ত্রী সোনিয়া কাপুর বিচারক হিমেশের জন্য একটি মিষ্টি বার্তা প্রেরণ করেছেন। সেই বিশেষ বার্তায় হিমেশের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই দেখবে দর্শক।

himesh reshammiya | newsfront.co
হিমেশ রেশমিয়া
himesh reshammiya sonia kapoor | newsfront.co
সোনিয়া কাপুর,হিমেশ রেশমিয়া

তবে, সেই ভার্চুয়াল বার্তায় সোনিয়া কাপুর কী বলেছেন তা এরকম– “হিমেশ, আমি তোমাকে ভালবাসি! একজন স্বামী হিসাবে, আমি তোমাকে ১০- এর মধ্যে ১১ রেট দেব। এই মানুষটির সঙ্গে লড়াই করতে চাইলেও লড়াই করা যায় না। কারণ তিনি কখনও লড়াই করতেই চান না। তিনি আমার জন্য গান করেন, যা আমাকে এত বিশেষ বোধ করায়। আমরা যে বিষয়গুলি প্রকাশ করতে পারি না, হিমেশ তাঁর সংগীতের মাধ্যমে এগুলি সহজেই প্রকাশ করেন। আপনাকে আমার জীবনে পেয়ে আমি খুব ভাগ্যবতী। আপনিই আমার পক্ষে ঈশ্বরের সবচেয়ে বড় দূত।”

আরও পড়ুনঃ পিকে’র সঙ্গে মন্নতে বৈঠক করলেন কিং খান

আজকের পর্বে দারুণ চমক রয়েছে। তাই দেখতে ভুলবেন না আজকের পর্বটি, রাত সাড়ে ৯ টায়, সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here