মোহনা বিশ্বাস, কলকাতাঃ
নতুন বছরে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া এবং ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব গাড়ি প্রেমিকদের জন্য নিয়ে এল ১৯১৩ সালের পুরোনো ভিনটেজ এবং ক্লাসিক গাড়ি। ৫ জানুয়ারি অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে একটি ভিনটেজ গাড়ির র্যালি হয়।
ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাব থেকে বিজন সেতু, গড়িয়াহাট, গোলপার্ক হয়ে সুকান্ত সেতু পর্যন্ত যায় এই ভিনটেজ গাড়ির র্যালি। আবার সুকান্ত সেতু থেকে একই পথে ইস্টার্ন মেট্রপলিটান ক্লাবে ফেরে এই র্যালি। এদিন র্যালিতে ভিনটেজ গাড়িগুলির মধ্যে ছিল কাজী নজরুল ইসলামের ব্যবহৃত ইংল্যান্ড বেবী অস্টিন টুরার( ১৯৩২)।
নজরুল হরি ঘোষ স্ট্রিট থাকাকালীন এই গাড়ি ব্যবহার করতেন। এছাড়াও মাউন্ট ব্যান্টেন ব্যবহৃত ফোর্ড V8 (১৯৩৯) সহ হরেক রকমের ভিনটেজ গাড়ি ছিল এই র্যালিতে। শুধু তাই নয়, জ্যাকিস্রোফ ব্যবহৃত Triumph spit fire (1962)-ও ছিল এই ভিনটেজ গাড়ির র্যালিতে।
১৯০৪ সালে ১৮ শে আগস্টে স্থাপিত হয় অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ‘ইস্টার্ন ইন্ডিয়া’। সেইসময় এটি অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল নামে পরিচিত ছিল।
২০০৪ সালে ২৭ শে আগস্ট অটোমোবাইল অ্যাসোসিয়েশনের ১০০ বছরের পূর্তি উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন পরিবহন ও ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী, প্রাক্তন মেয়র সুব্রত মুখার্জ্জী, সোমনাথ চট্টপাধ্যায় ও প্রমুখ ব্যাক্তিবর্গ। এ বছর ভিনটেজ গাড়ির র্যালিতে ছিল বাঁদিকে স্টিয়ারিং ওয়ালা Cadillac -1950 সহ Buick(১৯৪৯), Ford 1932( Deluxe phaeton), various model of Jaguar(১৯৩০), Chevrolet(১৯৪৭) Vintage classic, Dodge – American kingsway ১৯৫০ ( classic/ Vintage), Adller German Car, Various Mercedese 1930 সহ মোট ৫০ রকমের সিরিজের গাড়ি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584