মনিরুল হক, কোচবিহারঃ
১৮ দিনের ঐতিহ্যবাহী শিবরাত্রি মেলার শুরু হলো মাথাভাঙায়। শুক্রবার পুরসভা পরিচালিত এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা মাথাভাঙার বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মন।
এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার, পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক, ডেপুটি ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান চন্দন দাস, মাথাভাঙা থানার আইসি প্রদীপ সরকার সহ পুরসভার কাউন্সিলর।
আরও পড়ুনঃ সরকারি বাস পরিষেবা চালু সীমান্ত লাগোয়া দেওয়ানগঞ্জে
পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, ১০০ বছরের পুরনো এই মেলায় শিব চতুর্দশীতে হাজার হাজার মানুষ শিবের মাথায় জল ঢালে। ১৮ দিন এই মেলা চলবে।
এই মেলায় নাগরদোলা, পুতুল নাচ, সার্কাস, টয় ট্রেন, বিভিন্ন রকমারি দোকান, বাংলাদেশের কিছু দোকান, বিশেষ করে কাপড় দোকান, লোনা ইলিশ, কলকাতার নামী দামী ব্যবসায়ী দোকান নিয়ে এই মেলায় এসেছে। এই মেলা যাতে সুষ্ঠুভাবে চলে তার জন্য সব ধরনের প্রস্তুতি প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে।
এদিন এবিষয়ে মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, ঐতিহ্যবাহী শিবচতুর্দশী উপলক্ষে মাথাভাঙার শিবরাত্রি মেলা ভালোভাবে চলুক এবং শান্তি সম্প্রীতি বজায় রেখে মেলা চলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584