শাহিনবাগের দাদির প্রশংসায় পঞ্চমুখ হলিউড অভিনেত্রী গাল গ্যাডট

0
110

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নাম বিলকিস বানো। বয়স ৮২। গত এক শতকের শীতলতম মরশুমে হাড় কাঁপানো ঠান্ডায় নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএএ) প্রতিবাদে দিল্লির শাহিনবাগে যখন অবস্থান বিক্ষোভে বসেন বহু মহিলা। মুখে একগাল হাসি আর কাঁধে শাল জড়িয়ে সেই মহিলাদের ভিড়েই ছিলেন বিলকিস। তাঁবু খাটিয়ে নীরব প্রতিবাদে শামিল হওয়া কয়েক শো মহিলার মধ্যে নজর কাড়েন তিনিও। ধীরে ধীরে আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে গোটা দেশে।

Gal Gadot | newsfront.co

প্রতিবাদের ভাষা যখন আলোর দিশারি হয়ে ওঠে তখন শাহিনবাগের দাদির কথা মুখে মুখে ফিরতে থাকে। এবার সেই প্রতিবাদী অশীতিপর বিলকিস বানোর প্রশংসায় পঞ্চমুখ খোদ হলিউড অভিনেত্রী গাল গ্যাডট। শাহিনবাগ দাদিকে ‘পার্সোনাল ওয়ান্ডার ওম্যান’-এর আখ্যাও দিলেন তিনি।

Gal Gadot Instagram | newsfront.co

সম্প্রতি ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-এর মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে গাল গ্যাডটকে। যে সিনেমায় তাঁর অভিনয় এবং অ্যাকশন সিকোয়েন্স দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

এবার সেই হলিউড অভিনেত্রীই শাহিনবাগে প্রতিবাদরত দাদির প্রশংসায় পঞ্চমুখ। জীবনে যে সমস্ত মহিলাদের থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন, বর্ষশেষে ইনস্টাগ্রামে তাঁদের বেশ কয়েকজনের ছবি আপলোড করে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী। সেই পোস্টেই দেখা মিলল শাহিনবাগ দাদির।

আরও পড়ুনঃ এইচ-১বি ভিসায় নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি ট্রাম্প প্রশাসনের

ইনস্টাগ্রামে শাহিনবাগ দাদির ছবি পোস্ট করে গাল গ্যাডট লেখেন, “বিদায় ২০২০ সাল। যেসব মহিলাদের থেকে আমি অনুপ্রাণিত, তাঁদের মধ্যে কেউ আমার পরিবারের, কেউ আমার বন্ধু আবার তাঁদের কারও সঙ্গে ভবিষ্যতে দেখা করার ইচ্ছেও রয়েছে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here