পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
কালিয়াগঞ্জ পুরসভা এবং ব্যবসায়ী সমিতির সহযোগিতায় শুক্রবার থেকে চালু হল কালিয়াগঞ্জ শহরে হোম ডেলিভারি প্রক্রিয়া।
এবার আর আপনাকে করোনা ভাইরাসের আতংকে, লক ডাউনের সময় কষ্ট করে বাড়ি থেকে বেরোতে হবে না। বাজার থেকে আপনার বাড়িতেই দোকানদার দিয়ে যাবে, আপনার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। শুধুমাত্র ডায়াল করতে হবে একটি ফোন নম্বরে।
হ্যাঁ, করোনা ভাইরাসের মোকাবেলায় এবার খাদ্যরসিক বাঙ্গালীদের রান্নাঘরের প্রয়োজনীয় কাঁচামাল এনে দিতে এবার হোম ডেলিভারির অভিনব উদ্যোগ নিল কালিয়াগঞ্জ পুরসভা।
আরও পড়ুনঃ করোনার হাত থেকে রেহাই পেতে তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন কেষ্টর
আপনি ভাবছেন কাকে ফোন করবেন? হ্যাঁ, আমরা সেই ফোন নম্বরই দেব। যেখানে আপনি পেয়ে যাবেন এক ফোনে আপনার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী । অযথা না বেরিয়েই, আপনার নিত্য খাদ্য সামগ্রী ছাড়াও সমস্ত রকমের প্রয়োজনীয় দ্রব্য এখন থেকে এক ফোনেই পেয়ে যাবেন আপনি। যদিও এ বিষয়ে চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল জানান,” সাধারণ মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সাধারন মানুষ এই লকডাউনের জেরে বাড়ি থেকে বের হতে পারচ্ছেন না। আর সেই কথা মাথায় রেখেই, ব্যবসায়ীরা বাজারের যাবতীয় সামগ্রী সাধারণ মানুষ যাতে ঘরে বসেই পেয়ে যায়। তার জন্যই তারা এই ব্যবস্থা করেছে।
এমনকি কোন সময় যদি কোন নাগরিকের এই পরিষেবা পেতে কোন অসুবিধা দেখা দেয়, সে ক্ষেত্রে পুরসভার যারা এই দায়িত্বে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলেই তাদের সমস্যা সমাধান হয়ে যাবে”। পাশাপাশি পুরসভার সাথে ব্যবসায়ীদের এই অভিনব উদ্যোগে যথেষ্ট খুশি কালিয়াগঞ্জ পুরসভা এলাকার বাসিন্দারা।
তবে এবার দেখে নেওয়া যাক, কালিয়াগঞ্জের কোন ওয়ার্ডে কাকে ফোন করলে আপনি পেয়ে যাবেন আপনার সব প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ।
মধু তালুকদার স্কুল পাড়া ( ওয়ার্ড- ৩) ফোন-৯৮০০০০২১৪৯
সুমিত সাহা স্কুল পাড়া (ওয়ার্ড- ৩), ফোন- ৭৩৬৫০৫৪৬৫২
ভোলা দা -ড্রাইভার পাড়া (ওয়ার্ড- ৩), ফোন- ৬২৯৪০০৬১০৪
প্রদীপ মহন্ত – মোহন্ত পাড়া (ওয়ার্ড- ৩) ফোন- ৮৯৭২০৫২৪৯৬
সদনান্দ রায় – মজলিস পুর ( ওয়ার্ড-৩) ফোন- ৯৯৩২০৪৩৪৩৮
গোবিন্দ রাঠি- সুকান্ত মোড় (ওয়ার্ড-৪) ফোন-৯৩৭৮৩১৮১৭৫
রানা বসাক- স্কুল পাড়া (ওয়ার্ড-৪) ফোন- ৯৫৬৪৬৩৬৭২৫
উত্তম সাহা-স্কুল পাড়া (ওয়ার্ড-৪), ফোন-৯৪৭৫৪৯৬৯১৪
মানিক সাহা-তিলক সাহা মোর (ওয়ার্ড-৪),ফোন- ৭০০১৬০৬৮২৬
হারান চৌধুরী-তিলক সাহা মোর (ওয়ার্ড-৪) ফোন- ৯৯৩২৮১৬৬৯৫
হারাধন সরকার-মিস্ত্রি পাড়া ( ওয়ার্ড-৪),ফোন-৯৩৭৮২২২৪৭৮
নমিতা বাড়াই-মিস্ত্রীপাড়া ( ওয়ার্ড-৪) ফোন-৯৫৬৩৫৪০৬৬২
লক্ষণ দাস-গুদরি বাজার (ওয়ার্ড-৪),ফোন- ৯৪৩৪৬০৩৪৮৮
অশোক দাস- গুদরি বাজার (ওয়ার্ড-৪),ফোন- ৭০৩১৭২৪৮৮০
কাত্তিক সূত্রধর-রশিদপুর মোর (ওয়ার্ড-৬),ফোন-৯১২৬৮২০১০৪
পিকু শ্যাম- রশিদপুর (ওয়ার্ড-৬),ফোন- ৯৩৩৩৩৭৬৯০০
বাপি কুন্ডু-হরিহরপুর (ওয়ার্ড-৭) ফোন-৮৬৩৭৩২৬৯৯
প্রসেনজিৎ বসাক -পালপাড়া (ওয়ার্ড-৭), ফোন-৭৮৬৫৮৪৫৬৫৬
রাজু সাহা-প্রতিদ্বন্দ্বী ক্লাব (ওয়ার্ড-৭) ফোন-৯৬৩৫৩৪৭০৪৪
সোমনাথ পাল- শ্রী কলোনি (ওয়ার্ড-৭)ফোন-৮৯৭২৬৭৫৫৫৮
নিশীথ সাহা-নেতাজি পল্লী ( ওয়ার্ড-১০),ফোন-৯৯৩৩৩৩৯৮২৮
অমিত বিশ্বাস-পীরপুকুর (ওয়ার্ড-১০)ফোন-৮৫০৯৫৫২৭৮৪
সঞ্জীব মোদক-এস এস স্কুল রোড (ওয়ার্ড-১০) ফোন-৭৫৮৬৯৯৯৬৫১
প্রণয় মোদক-মনোমোহন ইস্কুলের অপজিট (ওয়ার্ড-১১),ফোন-৭০৬৩৬৬৮৬৫৯
প্রমথ মোদক-মনমোহন স্কুল( ওয়ার্ড-১১),ফোন- ৮১১৬৩২৯১৬৩
সনজিৎ চৌহান-নতুন পাড়া (ওয়ার্ড-১২),ফোন-৮৬৩৭০০৩১৫৮
রবি কুন্ডু- হাসপাতাল রোড (ওয়ার্ড-১২),ফোন-৮৯৫১৯৫৬৪৩৮
উত্তম সাহা-হাসপাতাল রোড( ওয়ার্ড-১২),ফোন-৮৫৩৬৮২৪৪৭৫
কালাচাঁদ কুন্ডু-মহেন্দ্রগঞ্জ (ওয়ার্ড-১৩),ফোন- ৯৩৩২২৯৯৭৩৬
সঞ্জয় মহন্ত- মহেন্দ্রগঞ্জ ( ওয়ার্ড-১৩),ফোন-৯৪৭৫২৫২২৫২
গৌতম স্টোর-শ্রী কলোনি (ওয়ার্ড-১৪),ফোন- ৯৫৬৩৮৪৯৯৯২
পুষ্টি ভান্দরাটিডি রোড (ওয়ার্ড-১৫),ফোন- ৯৩০৪৯৭৪৭০৪
বিনো গোয়ালা-উত্তর চিড়ালপাড়া (ওয়ার্ড-১৬), ফোন-৯৩০৪৯৭৪৭০৮
শিবু রাজভার-মাহাতো পাড়া (ওয়ার্ড-১৬),ফোন-৭৬৭৯৩০৩৭৪৫
জয় ত্রিনাথ ভান্ডার -বিবেকানন্দ মোড় (ওয়ার্ড-১৬),ফোন- ৮৬১৭৩৫১৩৯৫
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584