নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
শিমলার একটি জনসমাবেশে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সরকারকে অন্য ভাষায় কটাক্ষ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিমাচলপ্রদেশে ক্ষমতায় আসার দু’বছর পূর্তিতে সিমলায় একটি জনসমাবেশে এ দিন বক্তব্য রাখেন অমিত শাহ।
এ দিন তিনি কংগ্রেসের দিকে আঙুল তুলে বলেন, “কংগ্রেস সরকার, সোনিয়া-মনমোহনের সরকার দশ বছর চলল… প্রতিদিনই পাকিস্তান থেকে ‘আলিয়া-মালিয়া-জামালিয়া’রা এসে ভারতীয় সেনাদের মুন্ডচ্ছেদ করে নিয়ে চলে যেত। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখ থেকে ‘উফ’ শব্দটিও বেরত না।”
#WATCH Home Minister Amit Shah in Shimla: Congress ki sarkar 10 saal chali, Sonia-Manmohan ji ki sarkar chali, Pakistan se har roz aalia-malia-jamalia ghus jate the, hamare jawanon ke sar kaat ke le jaate the, aur desh ke Pradhan Mantri ke muh se uff nahi nikalta tha. pic.twitter.com/sJdwgoCAJK
— ANI (@ANI) December 27, 2019
ভারত-পাকিস্তানের সীমা দিয়ে জঙ্গিদের প্রবেশ এবং ভারতীয় সেনাদের উপর তাদের অত্যাচারের কথা বর্ণনা করে এ দিন তিনি আরও বলেন, “পাকিস্তান ভেবেছিল এর পরেও অত্যাচার এভাবে চলতে থাকবে। কিন্তু তারা বুঝতে পারেনি যে কংগ্রেস সরকার আর নেই, এখন ভারতীয় জনতা পার্টির সরকার… ‘মৌনিবাবা’ মনমোহন সিং আর প্রধানমন্ত্রী নেই, এখন ৫৬ ইঞ্চির মোদী সরকারের শাসনকাল।”
আরও পড়ুনঃ সিএএ-র প্রতিবাদ করায় আবারও দেশছাড়া এক বিদেশি পর্যটক
এরপর তিনি জনতাদের উদ্দেশ্যে উরি ও পুলওয়ামা হওয়া আক্রমনের কথা পুনরায় মনে করিয়ে দেন।
নয়া নাগরিকত্ব আইন প্রসঙ্গে তিনি বলেন, “কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। কংগ্রেস ও তাদের সঙ্গীরা গুজব রটাচ্ছে যে, সংখ্যালঘুদের নাগরিকত্ব, নয়া নাগরিকত্ব সংশোধনী আইনে কেড়ে নেওয়া হবে।” এরপর তিনি রাহুল গান্ধিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, একটা ধারা দেখানো হোক, যেখানে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কারও নাগরিকত্ব নেড়ে নেওয়ার অধিকার এই আইনে নেই। এমনকি সে সংখ্যালঘু হলেও নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584