মোহনা বিশ্বাস, হুগলীঃ
শিক্ষা কখনও ব্যবসা হতে পারে না। যে শিক্ষকদের টাকার লালসা মুখ্য তাঁরা কখনও ছাত্রছাত্রীদের কাছে আদর্শ হয়ে উঠতে পারে না– এমনই কিছু দাবি নিয়ে শুক্রবার হুগলী জেলা শিক্ষাভবনে গণ ডেপুটেশন জমা দেন গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা। সরকারি আইনকে অমান্য করে শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষাদানকে ব্যবসায়ীকরণের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন গৃহশিক্ষক-শিক্ষিকারা।
এ দিন ডেপুটেশন জমা দিতে এসে শিক্ষক শিক্ষিকাদের প্রতি ক্ষোভ উগড়ে দেন গৃহশিক্ষকরা। রাজ্য কমিটির সদস্য সৌমেন মোদক বলেন, শিক্ষক-শিক্ষিকা হলেন সমাজ তৈরির কারিগর।
কিছু স্কুল শিক্ষক-শিক্ষিকারা আছেন যারা দিনের পর দিন সরকারি আইনকে অমান্য করে গৃহশিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য কিছু শিক্ষক-শিক্ষিকা গৃহশিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। এতে শিক্ষার মান বজায় রাখতে পারছেন না তাঁরা।
আরও পড়ুনঃ মেয়েকে ডাক্তার হিসাবে গড়ে তুলতে আফগানিস্তানে নিরক্ষর বাবার লড়াই ভাইরাল
সরকারি আইন অনুযায়ী স্কুল শিক্ষক-শিক্ষিকারা স্কুলের বাইরে ছাত্রছাত্রীদের পড়াতে পারেন না। তবে এই আইন ভেঙে গৃহশিক্ষক হিসাবে পড়াচ্ছেন বহু শিক্ষক-শিক্ষিকা। তারই প্রতিবাদে আজ হুগলীর ডিআই অফিসারের কাছে ডেপুটেশন জমা দেন গৃহশিক্ষকরা।
দাবিগুলির মধ্যে প্রজেক্টে বৃক্ষরোপণ বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা বলেন গৃহশিক্ষকরা। তাঁদের বক্তব্য, একটি স্কুলের পরীক্ষার খাতা যদি অন্য একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা দেখেন তাহলে শিক্ষার মান বজায় থাকবে। প্র্যাকটিকাল পরীক্ষার ক্ষেত্রেও এমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584