পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

কালিয়াগঞ্জ পৌরসভা পৌরপতি কার্তিক চন্দ্র পালের নাম করে কালিগঞ্জ থানা পাড়ায় একদল দুষ্কৃতিকারীদের দাদাগিরি ও তাণ্ডবে নাজেহাল বাসিন্দারা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।কালিয়াগঞ্জ থানার পিছনের পাড়ায় গতকাল রাত দুটো নাগাদ একদল দুষ্কৃতীকারী বেশ কিছু বাড়িতে দাদাগিরি দেখিয়ে তাণ্ডব চালায়। কারোর গাড়ির কাচ ভেঙে দেওয়া তো কারোর বাড়ীর দরজা ভেঙে দেয়।কারোর বাড়ীর সামনে ড্রেনের ডাকনা তুলে ফেলে দেওয়া হয়।তারা শুধু এটা করেই ক্ষান্ত থাকেনি ,তারা যখন এসব করে চলে যায় তখন প্রচন্ড গালিগালাজ ও আমরা কার্তিক পালের লোক বলতে বলতে যায়।এই ঘটনা সকালে জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এবং চাঞ্চল্য দেখা দেয়।

(১)দিতেশ লাহিড়ী
(২)পবন মৈত্র
(৩)জয়া বিশ্বাস
নিজস্ব চিত্র
এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেয় কালিয়াগঞ্জ থানায় এবং পৌরসভার পৌরপতি কার্তিক পালকে।পরে কালিয়াগঞ্জ থানা থেকে পুলিশ ও পৌরপতি কার্তিকচন্দ্র পাল আসেন ঘটনাস্থলে।তারা উভয়েই বিষয়টি সকলের কাছে শুনে এবং নিজেরাই তদন্ত করে।

স্থানীয় বাসিন্দারা জানান,রাতের বেলায় যখন দুষ্কৃতীকারিরা থানাপাড়ার প্রায় বেশকিছু বাড়িতে দাদাগিরি দেখিয়ে তাণ্ডব চালায় তখন তাদের কাছে নাকি অস্ত্র ছিল।তাই তারা প্রতিবাদ করার সাহস পায়নি। কালিয়াগঞ্জ থানার পিছনে তারা বসবাস করে কিন্তু থানার পিছনে এই ধরনের ঘটনা ঘটায় তারা এখন ভীষণভাবে আতঙ্কিত।

আরও পড়ুনঃ বিধায়ক হত্যা ঘটনার সিবিআই তদন্তের দাবী দিলীপের
অবিলম্বে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেন। এদিকে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল বলেন যারাই এর পিছনে থাকুক না কেন তাদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে।

এই ঘটনায় দোষীদের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ বলে কালিয়াগঞ্জ থানা সূত্রে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584