পৌরপতির লোক পরিচয় দিয়ে গভীর রাতে পাড়ায় তান্ডব

0
64

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

hooliganism in a locality by fake identity of Municipal 3
তান্ডবে ক্ষতিগ্রস্ত।নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জ পৌরসভা পৌরপতি কার্তিক চন্দ্র পালের নাম করে কালিগঞ্জ থানা পাড়ায় একদল দুষ্কৃতিকারীদের দাদাগিরি ও তাণ্ডবে নাজেহাল বাসিন্দারা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।কালিয়াগঞ্জ থানার পিছনের পাড়ায় গতকাল রাত দুটো নাগাদ একদল দুষ্কৃতীকারী বেশ কিছু বাড়িতে দাদাগিরি দেখিয়ে তাণ্ডব চালায়। কারোর গাড়ির কাচ ভেঙে দেওয়া তো কারোর বাড়ীর দরজা ভেঙে দেয়।কারোর বাড়ীর সামনে ড্রেনের ডাকনা তুলে ফেলে দেওয়া হয়।তারা শুধু এটা করেই ক্ষান্ত থাকেনি ,তারা যখন এসব করে চলে যায় তখন প্রচন্ড গালিগালাজ ও আমরা কার্তিক পালের লোক বলতে বলতে যায়।এই ঘটনা সকালে জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এবং চাঞ্চল্য দেখা দেয়।

hooliganism in a locality by fake identity of Municipal
আভিযোগকারী আক্রান্ত স্থানীয় বাসিন্দারাঃ
(১)দিতেশ লাহিড়ী
(২)পবন মৈত্র
(৩)জয়া বিশ্বাস
নিজস্ব চিত্র

এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেয় কালিয়াগঞ্জ থানায় এবং পৌরসভার পৌরপতি কার্তিক পালকে।পরে কালিয়াগঞ্জ থানা থেকে পুলিশ ও পৌরপতি কার্তিকচন্দ্র পাল আসেন ঘটনাস্থলে।তারা উভয়েই বিষয়টি সকলের কাছে শুনে এবং নিজেরাই তদন্ত করে।

hooliganism in a locality by fake identity of Municipal 2
ঘটনাস্থলে পৌরপতি কার্তিকচন্দ্র পাল।নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দারা জানান,রাতের বেলায় যখন দুষ্কৃতীকারিরা থানাপাড়ার প্রায় বেশকিছু বাড়িতে দাদাগিরি দেখিয়ে তাণ্ডব চালায় তখন তাদের কাছে নাকি অস্ত্র ছিল।তাই তারা প্রতিবাদ করার সাহস পায়নি। কালিয়াগঞ্জ থানার পিছনে তারা বসবাস করে কিন্তু থানার পিছনে এই ধরনের ঘটনা ঘটায় তারা এখন ভীষণভাবে আতঙ্কিত।

hooliganism in a locality by fake identity of Municipal 5
ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিধায়ক হত্যা ঘটনার সিবিআই তদন্তের দাবী দিলীপের

অবিলম্বে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেন। এদিকে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল বলেন যারাই এর পিছনে থাকুক না কেন তাদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে।

hooliganism in a locality by fake identity of Municipal 4
কার্তিক চন্দ্র পাল,কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান।নিজস্ব চিত্র

এই ঘটনায় দোষীদের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ বলে কালিয়াগঞ্জ থানা সূত্রে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here