ভাস্কর ঘোষ, কান্দি:এক সদ্যজাত শিশুকে বেড থেকে মাটিতে ফেলার অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। শনিবার রাতে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালের ঘটনা। ঘটনায় শিশুটি গুরুতর জখম হয়েছে।বেড থেকে মাটিতে পরে গেয়ে জখম হলেও ওই শিশুটকে কোনপ্রকার চিকিৎসা করেননি সেখানের কর্তব্যরত চিকিৎসক। ঘটনায় হাসপাতালের সুপার মহেন্দ্র মান্ডিকে একটি লিখিত অভিযোগ জমা দেন সাকিলা খাতুনের পরিবারের লোকেরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার।
জানা গিয়েছে, ভরতপুর থানার অন্তর্গত বিনোদিয়া গ্রামের বাসিন্দা সাকিলা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার রাতে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হন। ঐ দিন রাতেই তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। অভিযোগ, দুটো বেডের সাথে একসাথে লাগানো ছিল। হাসপাতালের একজন অস্থায়ী কর্মী বেডটিকে টানলে সদ্যোজাত শিশুটি শনিবার রাতে মাটিতে পরে গিয়ে গুরুতর জখম হয়।
অভিযোগ, চিকিৎসকরা ও কর্তব্যরত নার্সরা আই সি সি ইউ তে একদিন চিকিৎসা করে শিশুটির। কিন্তু মাটিতে পরে গিয়ে জখম হলে কোনও রকম চিকিৎসা করেনি বলে অভিযোগ সাকিলার পরিবাবারের লোকেদের । ঘটনার জেরে পরিবারের পক্ষ থেকে কান্দি মহকুমা হাসপাতালে সুপার মহেন্দ্র মান্ডি কে লিখিত অভিযোগ জমা দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584