চিকিৎসার খরচ মেটাতে পারেনি পরিবার, হাসপাতালে বেঁধে রাখা হল রোগীকে

0
85

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

অমানবিক হাসপাতাল। চিকিৎসার খরচ ১১ হাজার টাকা। এত টাকা জোগাড় করতে পারেনি পরিবার। তাই হাসপাতালের বেডের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল মধ্যপ্রদেশের এক বৃদ্ধকে। এরপর সূত্র মারফৎ খবরটি পৌঁছয় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে। এরপরই অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন তিনি।

Patient | newsfront.co
বিল বাকি, দড়ি দিয়ে বেঁধে রাখা রোগী। সংবাদ চিত্র

সুজাপুর জেলা হাসপাতাল, ওই অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। ওই বৃদ্ধর পরিবারের দাবি, ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করার সময় পাঁচ হাজার টাকা জমা দিয়েছিলেন তাঁরা। তারপর কয়েকদিন চিকিৎসা চলেছিল ওই বৃদ্ধর। আর তারই খরচ বাবদ বিল হয়েছে ১১ হাজার টাকা। এই টাকা মেটানোর ক্ষমতা সেইমুহূর্তে তাঁদের ছিল না। তাই হাসপাতালের বেডে বেঁধে রাখা হয়েছিল বৃদ্ধকে।

আরও পড়ুনঃ ইডির সদর দফতরে করোনার হানা, আক্রান্ত ৬ আধিকারিক

অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই বৃদ্ধ মৃগী রোগী। তাই শারীরিক ভাবে যাতে আঘাত না লাগে বেঁধে রাখা হয়েছিল।” শেষপর্যন্ত অভিযুক্ত হাসপাতালের চিকিৎসকরা ওই বৃদ্ধর চিকিৎসার বিল মুকুব করে। তাঁরা বলেন, মানবিকতার খাতিরেই চিকিৎসার বিল মুকুব করেছেন তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here