সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বর্ধমান রেল স্টেশনের কাছেই রয়েছে পালিকা বাজার। এলাকায় হোটেলের ব্যবসার রমরমা। সেই কয়েকটি হোটেলে কাঠ ও কয়লার উনুনে রান্না করা হয়।
জনবহুল এলাকায় এই ভাবে রান্না করায় একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে অন্যদিকে আগুন ধরে ধ্বংস হবারও সম্ভাবনা থেকে যাচ্ছে।
এই রাস্তাটি দিয়ে বহু মানুষ বর্ধমান স্টেশনে আসেন, তাছাড়া নবাবহাট বা আলিশা যাওয়ার বাস ধরার জন্য এই রাস্তাটি ব্যবহার করা হয়। অর্থাৎ বর্ধমান সদর শহরের অন্যতম প্রধান রাস্তা এটি। কিন্তু উনুনের জ্বালানিতে রান্নার ফলে তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়। কাছেই রয়েছে বাজার। সেই বাজারে আসা স্থানীয় মানুষজন সমস্যায় পড়ছেন।
সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে অনেক সময় ধোঁয়ার কারণে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়।
পথচলতি যাত্রী সুশান্ত হালদার জানান, নিয়মিতভাবে উনুনে রান্না হয় হোটেলগুলিতে। ধোঁয়ায় কষ্ট হলেও এই রাস্তা নাকে রুমাল দিয়ে অতিক্রম করতে হয়। তিনি বলেন, প্রশাসন যদি এগিয়ে এসে বিষয়টিতে সদর্থক ভূমিকা নেয় তাহলে পরিবেশ দূষণ কমবে, ভোগান্তি কমবে সাধারণ মানুষদের।
আরও পড়ুনঃ অনুমতি ছাড়া ২২টি বৃক্ষ নিধন
বর্ধমান পৌরসভার সচিব জয়রঞ্জন সেন জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584