বছরের প্রথম দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো বাড়ি, চাঞ্চল্য এলাকায়

0
41

মনিরুল হক, কোচবিহারঃ

একে চলছে লকডাউন, আবার তার উপর বাংলার নতুন বছরের প্রথম দিন। এমনই সময় দুঃস্বপ্নের মতো মাথার ছাদ হারালো এক পরিবার। মঙ্গলবার বছরের প্রথম দিনে, দুপুরে কি দিয়ে খাওয়া হবে তা নিয়ে বাড়ির বাহিরে আলোচনা চলছিল জোড়কদমে।

burnt house | newsfront.co
ধ্বংসস্তূপে পরিণত বাড়ি। নিজস্ব চিত্র

এমন সময় বাড়ির ভিতর থেকে বাতাসে ভেসে আসতে থাকে পোড়া গন্ধ। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করলো বাড়িটিকে। মাত্র কয়েক মিনিটের মধ্যে নতুন বছরের প্রথম দিনেই পথে বসতে হল একটি পরিবারকে।এদিন এমনি ঘটনার সাক্ষী থাকলো কোচবিহার জেলা।

gutted in fire | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে কোচবিহার-১ নম্বর ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের দিগলহাটির ময়নাগুড়ি গ্রামে। জানা যায়, এদিন সকাল ১০টা নাগাদ জনৈক নূর ইসলামের বাড়িতে আগুন লাগে। ওই ঘটনা প্রথমে কেউ বুঝে উঠতে পারে নি। পরে যখন আগুনের গতি বাড়ে তখন ভয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। পরে দমকল ও পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলকে একটি ইঞ্জিন।

আরও পড়ুনঃ ভাতের হাঁড়িতে টান পুরোহিতদের

fire | newsfront.co
নিজস্ব চিত্র

ইঞ্জিনের চেষ্টায় আগুন কোনক্রমে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও,ততক্ষুণে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘরে থাকা জিনিশপত্র। যদিও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান বাড়িতে মিটার বা সুইচবোর্ড থেকে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। আর পাশাপাশি ঘরগুলি থাকায় ফলে একের পর এক ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

পাশাপাশি এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা নুর ইসলাম জানিয়েছে, “কিভাবে আগুন লাগলো, তা আমরা কিছুই জানি না। হঠাৎ বাড়িতে আগুন লাগায় বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই। আরও ওই ঘরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র, খড়ের গাদা সহ নগদ ৫০ হাজার টাকা পুড়ে গিয়েছে। সব মিলে প্রায় ২ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here