মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ভাঙন অব্যাহত

0
57

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ভাঙনে তলিয়ে গেল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধানঘরার অনেকের ভিটেমাটি। বর্ষার আগমনে গঙ্গা তার যৌবন ফিরে পেয়েছে। উথলে পড়ছে তার ঢেউ,হুঙ্কার দিচ্ছে নিয়মিত। তীরবর্তী অধিবাসীরা বিশেষ করে মুর্শিদাবাদ জেলার অধিবাসীরা দিন গুনছে পাড় ভাঙার আতঙ্কে। যদিও এটি দীর্ঘদিনের সমস্যা। বর্ষা আসলেই এই এলাকার মানুষজনকে দুঃখ গ্রাস করে। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বর্ষার কবলে পড়ে গঙ্গার ভাঙন অব্যাহত রয়েছে।

river erosion | newsfront.co
ভাঙন অব্যাহত। নিজস্ব চিত্র

গত কয়েকদিন ধরে সামসেরগঞ্জের ধানঘরায় নদীর তীরবর্তী এলাকা ভাঙতে শুরু করেছে। রাত থেকে শুরু করে শুক্রবার সকাল পর্যন্ত ব্যাপক হারে ভাঙন দেখা গিয়েছে। কয়েকটি বাগান ইতিমধ্যে নদীতে তলিয়ে গিয়েছে। এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, সকলের চোখে- মুখে আতঙ্কের ছাপ। ইতিমধ্যেই নদীর তীরবর্তী ওই গ্রামের বাসিন্দারা বাড়িঘর খালি করে ভাঙতে শুরু করেছে।

house damage | newsfront.co
ভাঙছে ঘরবাড়ি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ হলদিয়াতে বাইকে আগুন ঘিরে চাঞ্চল্য

এলাকাবাসী এক ভয়ংকর আতঙ্কের প্রহর গুনছে এখন। কোথায় যাবে, কোথায় ঠায় পাবে, কবে আবার বাড়িঘর করতে পারবে তা ভেবে চিন্তার ভাঁজ পড়েছে ওই গ্রামের অসহায় মানুষজনের কপালে।

damage house | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বাঁধ ভাঙার আতঙ্কে নিশিযাপন সাগরবাসীর

পার্শ্ববর্তী এলাকা থেকে লোকজন ভিড় জমিয়েছে এলাকাবাসীদের দুঃখ দুর্দশার কথা শুনতে। প্রশাসন এসে ঝুঁকিপূর্ণ বাড়ি ঘর খালি করতে নির্দেশ দিয়েছে এবং ক্ষতিপূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here