সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
গৃহবধূকে বুলবুল ঘুর্ণিঝড়ে ক্ষতি হওয়া ত্রিপল দেওয়ার নাম করে পঞ্চায়েত অফিসে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে। অভিযুক্ত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দ্রমোহন পাইক।
সূত্রের খবর, ঘটনার সূত্রপাত চলতি মাসের ১১ তারিখে এবং ঘটনাটি ঘটে ১৩ তারিখে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
অভিযোগ উঠেছে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের এক গৃহবধূ ত্রিপল আনতে যায়। পঞ্চায়েত অফিসে সেই সময় দরজা বন্ধ করে চন্দ্রমোহন পাইক তার উপরে চড়াও হয়। অশ্লীল আচরণ করে বলেও অভিযোগ ।
আরও পড়ুনঃ খড়্গপুরে প্রাক্তন রেলকর্মীকে খুনের অভিযোগে গ্রেফতার ২
এই ঘটনার জেরে গৃহবধূ কাকদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ করে চন্দ্রমোহন পাইকের বিরুদ্ধে। অভিযুক্তের শাস্তির দাবি রেখেছে এই গৃহবধূ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
পাশাপাশি ঘটনা ভিত্তিহীন বলে দাবি করেছেন চন্দ্রমোহন।নারায়ণপুর তৃণমূলের অঞ্চল সভাপতি দাবি করেছেন যে বিষয়টি রাজনৈতিক চক্রান্ত। এটি বিজেপির কারচুপি। এই ঘটনা যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই চন্দ্রমোহনকে সাসপেন্ড করা হবে। অভিযুক্ত তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
এখনও প্রশাসনের তরফ থেকে কোনও আশার আলো দেখতে না পাওয়ায় দিশেহারা পরিবার। জানা গেছে, জলঘোলা যাতে না করা হয় সেজন্য হুমকিও অাসছে অনেক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584