শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
পারিবারিক বিবাদের জেরে চোদ্দ মাসের সন্তানকে রেখে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন গৃহবধূ। জানা গেছে, মৃত ওই গৃহবধুর নাম রিঙ্কি হালদার (২৮)।
স্বামী প্রশান্ত হালদার, এলাহাবাদ অঞ্চলের অন্তর্গত সাধুহার এলাকায় বাড়ি।প্রশান্ত পেশায় একজন মৎস্য ব্যাবসায়ী। প্রশান্ত রিঙ্কির চোদ্দমাসের সন্তান স্বরূপ হালদার।
রিঙ্কি হালদারের স্বামী প্রশান্ত হালদার জানিয়েছেন, “প্রতিদিনের মত গতকালকেও দশটা সাড়ে দশটা নাগাদ খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম।
আরও পড়ুনঃ পুজোর জামা না পাওয়ায় অভিমানে আত্মঘাতী স্কুলছাত্রী
রাত্রি তিনটার দিকে ঘুম ভেঙে দেখি আমাদের ঘরেই নিজের শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে আমার স্ত্রী। এই দেখে হতভম্ব হয়ে আমি আমার মা দাদা বৌদিকে এবং পাড়া-প্রতিবেশীদের ডাকি। ভোর সাড়ে তিনটার দিকে আমি আমার শ্বশুরকে ফোন করে ঘটনাটি জানাই।”
মৃতা ওই মহিলার বাবা নরেশ হালদার বলেন, ” আমি কিছু জানি না ভোর সাড়ে তিনটে নাগাদ আমি ফোন পেয়ে দৌড়ে আসি এসে দেখি আমার মেয়ে গলায় ফাঁস দিয়েছে নিজের ঘরে ঝুলছে।”
বংশীহারী থানার পুলিশ দেহটি উদ্ধার করে রশিদপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। পরবর্তীতে দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠানো হয়।সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584