শিল্পের জন্য অধিগৃহীত জমিতে আবাসন ও বিশ্ববিদ্যালয়

0
69

পিয়ালী দাস,বীরভূমঃ

বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের কাজ দেখতে যান HIDCO-র চেয়ারম্যান দেবাশিস সেন।বোলপুরের শিবপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় প্রকল্পের কাজ চলছে।এই প্রকল্পের কাজ পরিদর্শনে বোলপুর যান তিনি।তাঁর সঙ্গে ছিলেন HIDCO-র ইঞ্জিনিয়ার,বোলপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী ও জেলা প্রশাসনের আধিকারিকরা।দেবাশিসবাবু জানান,বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের পিলার তৈরির কাজ শুরু হল। অত্যাধুনিক পদ্ধতিতে ২৫০০ টি পিলার তৈরি হবে। বিশ্ববিদ্যালয় তৈরির কাজ দু’বছরের মধ্যে শেষ হবে।এছাড়া,পৌষমেলার পরে আদিবাসী হস্তশিল্পীদের সোনাঝুরির শনিবারের হাটের আদলে গীতবিতান আবাসনের মাঠে একটি মেলা করা হবে।এই মর্মে জেলা প্রশাসনের সঙ্গে একটি বৈঠকও করেন তিনি।এই মেলাটির জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করার বিষয়েও গতকাল সিদ্ধান্ত নেওয়া হয়।যদিও,শিল্পের নামে অধিগৃহীত জমিতে আবাসন প্রকল্প নির্মাণ নিয়ে একাংশ অনিচ্ছুক জমিদাতা আগেই আদালতের দ্বারস্থ হয়েছেন।উল্লেখ্য,বাম আমলে শিল্পের নামে বোলপুরের শিবপুর মৌজায় ৩০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল কিন্তু,শিল্প না হওয়ায় তৎকালীন বিরোধী দল তৃণমূল আন্দোলনে নাম লেখায়।রাজ্যে পালা বদলের পর শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই শিবপুরে কেমিকেল হাব হওয়ার কথা ঘোষণা করেন।এই সিদ্ধান্ত পরে বদল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি এই জমিতে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ও গীতবিতান আবাসন প্রকল্প নির্মাণের কথা ঘোষণা করেন।এরপরেই বেঁকে বসেন একাংশ জমিদাতা।তাদের দাবি,শিল্প হলে তাঁরা জমি দেবেন,না হলে তাঁদের জমি ফিরিয়ে দেওয়া হোক।এই দাবিতে,দীর্ঘ আন্দোলন চলে। জেলা শাসককে স্মারকলিপিও দেওয়া হয়। পরে চাষিদের একাংশ উচ্চ আদালতের দ্বারস্থ হন। বর্তমানে জমি ফেরতের দাবিতে এই মামলা চলছে।অন্যদিকে, ঠিক হয় ৩০০ একর জমির মধ্যে ১২১ একর জমিতে গীতবিতান আবাসন প্রকল্প হবে।সেখানে শান্তিনিকেতনের বাড়ির আদলে ৪২৫টি প্লট নির্মাণ করা হবে।এছাড়া, ৩০ বিঘা জমিতে ২০ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক বাস টার্মিনাল হবে।বাকি জমিতে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় হবে।

এ প্রসঙ্গে দেবাশিস সেন বলেন, “পৌষমেলা শেষ হয়ে যাওয়ার পরে আমরা হস্তশিল্পীদের এখানে বসার ব্যবস্থা করে দেব।বাসের সংখ্যা বাড়াতে বলছি প্রশাসনকে।আজ থেকে শুরু করে দু’বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় তৈরির কাজ শেষ হয়ে যাবে।গীতবিতানের কাজ ভালো ভাবেই চলছে।”

আরও পড়ুনঃ নির্বাচনের কথা মাথায় রেখে তৃণমূলের বিজয়া সম্মিলনী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here