প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমায় ভিনরাজ্য থেকে শ্রমিকরা ফিরে আসায় প্রশাসনের ভূমিকায় ব্যাপক ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে ইসলামপুর এলাকায় ৪০ জন শ্রমিক ঢুকলেন তার কোন সন্তোষজনক জবাব না পেয়ে রেগে ওঠেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ এলাকার ঘরবন্দি পরিবারকে সামগ্রী বিলি তৃণমূল যুব কংগ্রেস সভাপতির
সোমবার দুপুরে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সমস্ত জেলার আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতেই মুখ্যমন্ত্রী এই বৈঠক ডেকেছিলেন। সেখানে উত্তর দিনাজপুরের প্রশাসনের কর্তাব্যক্তিরা জেলাশাসকের অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীরকে জেলার পরিস্থিতি জানান। এমনকি করোনা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তারা কি ব্যবস্থা করেছেন, সেই রিপোর্টও মুখ্যমন্ত্রীকে দেন তারা।
জেলাশাসক অরবিন্দ কুমার মুখ্যমন্ত্রীকে জানান, রায়গঞ্জের দুটো বেসরকারি নার্সিং হোমকে কোয়ারেন্টাইন সেনিটারাইস করার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু লকডাউনের মধ্যে ইসলামপুর মহকুমায় ভিনরাজ্য থেকে শ্রমিকরা ঢুকেছে সেখবর জানার পরে ক্ষেপে ওঠেন মুখ্যমন্ত্রী। জেলার পুলিশ কর্তাদের একহাত নেওয়ার পরে ওই শ্রমিকদের যাতে সঠিকভাবে কোয়ারেন্টাইন হয়, সে বিষয়ে জেলা প্রশাসনকে সর্তক করেন মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584