বিনোদন ডেস্ক,নিউজ ফ্রন্টঃ
সম্প্রতি একটি সংবাদমাধ্যম থেকে জানা যায় হৃত্বিক রোশন নাকি জোর করেই সম্পর্ক গড়ার চেষ্টা করেছেন দিশা পাটানির সঙ্গে।আর সেই কারণেই যশ রাজ ফিল্মসের সিনেমা থেকে বেরিয়ে এসেছেন দিশা পাটানি।সম্প্রতি এমনই দাবি করে একটি সংবাদমাধ্যম।দিশার সঙ্গে হৃত্বিক রোশনের সম্পর্ক নিয়ে ওই সংবাদমাধ্যমের খবর প্রকাশ হওয়ার পরই বিষয়টি নিয়ে মুখ খোলেন হৃত্বিক রোশন। তিনি বলেন,যে বা যাঁরা এই খবর প্রকাশ করেছেন,তাঁদের উচিত মন পরিষ্কার করা।
শুধুতাই নয়,মন থেকে এই ধরনের চিন্তা ভাবনাকে দূরে সরানোর জন্য জিমে গিয়ে শারীরিক কসরত করা উচিত বলেও মন্তব্য করেন হৃত্বিক।বিষয়টি নিয়ে হৃত্বিক রোশন মুখ খোলার পর সরব হন ‘বাগি’অভিনেত্রীও। তিনি বলেন,কেন হৃত্বিক রোশনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে অহেতুক গুজব ছড়ানো হচ্ছে,তা জানা নেই তাঁর।খুব কম দিন হৃত্বিকের সঙ্গে তাঁর মুখোমুখি দেখা হয়েছে। ওই কম পরিচয়েই তিনি বুঝতে পেরেছেন, হৃত্বিক রোশনের মত ভাল মনের মানুষ খুব কম আছেন।দিশা পাটানির বন্ধু কেন এ বিষয়ে কোনও মন্তব্য করছেন না,তা নিয়ে প্রশ্ন তোলা হয়।শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেন টাইগার শ্রফ। তিনি বলেন,এটা তারকাদের জীবনের একটি অঙ্গ।শুধু হৃত্বিক রোশন নন,প্রত্যেক সেলিব্রিটিকেই এর মধ্যে দিয়ে যেতে হয়। যখন কেউ লাইমলাইটে চলে আসেন,তখন তাঁকে নিশানা করা খুব সহজ হয়ে দাঁড়ায়। হৃত্বিক এবং দিশা দু’জনকেই তিনি চেনেন এবং জানেন।তাঁরা দু’জনেই খুব ভাল মনের মানুষ বলেও মন্তব্য করেন জ্যাকি শ্রফ-পুত্র টাইগার শ্রফ।
আরও পড়ুনঃ ছয়দিনের পূর্বের দুর্ঘটনাস্থলে পুনরায় যাত্রীবাহী বাস দুর্ঘটনা,আহত দশ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584