দেশের সবথেকে বড় স্টার্টআপ ‘বাইজুস’-এ ৫০০-র বেশি কর্মী ছাঁটাই

0
72

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

দেশের সবথেকে বড় স্টার্ট আপ সংস্থা ‘বাইজুস’, কোম্পানির মূল্য প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু সংস্থার কর্মীরা পড়েছেন সংকটে। প্রায় ৫০০ কর্মচারীকে সম্প্রতি ছাঁটাইএর পথে হাঁটল সংস্থা। এছাড়াও ৩৪ বছরের প্রসিদ্ধ ‘আকাশ’ কোচিং সেন্টার চেন অধিগ্রহণের সময়সীমাও বাড়িয়েছে বাইজুস।  শুধু বাইজুস নয়, একই সংকটে রয়েছে বেশ কিছু স্টার্টআপ সংস্থা। তার মধ্যে উল্লেখযোগ্য অনলাইন গ্রসারি গ্রফার্স যা বর্তমানে ব্লিঙ্কিট নামে পরিচিত, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম আনঅ্যাকাডেমি, এরুডিটাস, বেদান্তু, গাড়ির মার্কেটপ্লেস কার্স ২৪, ই-কমার্স মার্কেটপ্লেস উড়ান, ফিনটেক রুপিক, সোশ্যাল কমার্স মিশো এবং অনলাইন ফার্মেসি ফার্মইজি-র মত নামী স্টার্টআপও সম্প্রতি কর্মী ছাঁটাই-এর পথে হেঁটেছে।

ছবিঃ টেক ক্রাঞ্চ

তথ্য অনুযায়ী অন্তত ১১ হাজার কর্মীর চাকরি গিয়েছে চলতি বছরে। পরিস্থিতি বিশ্লেষণ করে টেকক্রাঞ্চ জানাচ্ছে, সংশোধিত বাজার পরিস্থিতিকেই বড় অজুহাত হিসেবে দেখাচ্ছে সংস্থা গুলি। তবে উল্লেখযোগ্য হারে কমছে ভারতে বিনিয়োগের গতি যা বিগত কয়েক বছরে দেখা যায়নি।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here