সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
রবিবার রাত্রির সাড়ে সাতটা নাগাদ ,মুর্শিদাবাদের জলঙ্গি থানার হুকাহারায় পুলিশের নাকা চেকিং চলাকালীন , তল্লাশি চালিয়ে একটি মারুতি গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেনসিডিল । সূত্র মারফত জানা গিয়েছে, ডোমকল থেকে সাগরপাড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল মারুতি গাড়িটি। এ গাড়ি গতি অত্যন্ত বেশি থাকায় সন্দেহ হয় পুলিশকর্মীদের।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন মহকুমা জুড়ে
গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি শুরু করেন জলঙ্গী থানার পুলিশ । তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ১১৯৬ বোতল ফেনসিডিল । তখনই তাঁরা আটক করেন কাওসার আলী সরকার কে। তিনি বারোমাসিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। সোমবার তাকে বহরমপুর জেলা আদালতে তোলা হলে, সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন জলঙ্গী থানার পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584